পিরোজপুরে প্রতিনিধি:-
ইসলামী আন্দোলন বাংলাদেশ পিরোজপুর জেলা শাখা কর্তৃক,
আজ ( ৪ ডিসেম্বর ) রবিবার
পাবলিক পরীক্ষায় ধর্ম শিক্ষা পূর্বের ন্যায় বহাল,শিক্ষা সিলেবাস থেকে ঈমান- আক্বীদা বিধ্বংসী অবৈজ্ঞানিক ডারউইনের বিবর্তনবাদ বাতিল এবং শিক্ষার সর্বস্তরে ধর্মশিক্ষা বাধ্যতামূলক করার দাবীতে ইসলামী আন্দোলন বাংলাদেশ -এর মুহতারাম আমীর হযরত পীর সাহেব চরমোনাই ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে ইসলামী আন্দোলন বাংলাদেশ পিরোজপুর জেলা শাখার সভাপতি মাওলানা মোঃ শেহাব উদ্দিন কাসেমী এর সভাপতিত্বে ও সেক্রেটারী মুহাম্মাদ মনিরুল হাসান এর সঞ্চালনায় পিরোজপুর জেলা কার্যালয়ের সামনে থেকে
জেলা প্রশাসক কার্যালয়ে অভিমুখে গনমিছিল ও স্মারকলিপি পেশ কর্মসূচি পালন করা হয়।
এতে বক্তোব্য রাখেন জেলা নেতৃবৃন্দ। আলোচনা শেষে মিছিল শুরু হলে পিরোজপুর সদর থানার সামনে পুলিশকর্তৃক মিছিলে বাধা দিলে ওখানে দাড়িয়ে দোয়া মোনাজাতের মাধ্যমে মিছিল শেষ করা হয়। এবং ৫ সদস্যসের একটি প্রতিনিধি দল স্মারকলিপি নিয়ে জেলা প্রশাসক কার্যালয় যান,
এবং স্মারকলিপি পেশ করেন।
পিরোজপুরে সংবাদদাতা:-