মোঃ জুলহাস উদ্দিন হিরো, শেরপুর জেলা প্রতিনিধিঃ
শেরপুরের নালিতাবাড়ীতে ৩৭০০ কৃষকদের মাঝে প্রণোদনা হিসেবে বিনামূল্যে উচ্চ ফলনশীল ধানের বীজ ও রাসায়নিক সার বিতরন করা হয়েছে। ৬ ডিসেম্বর মঙ্গলবার উপজেলা পরিষদ মুজিব শতবর্ষ মঞ্চে এই প্রণোদনা বিতরনের আয়োজন করে উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তর।
প্রনোদনা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মুঠোফোনে বক্তব্য দেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য সাবেক কৃষি মন্ত্রী বেগম মতিয়া চৌধুরী এমপি।
বিতরন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কমকর্তা খৃষ্টফার হিমেল রিছিল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোকছেদুর রহমান,পৌরসভার মেয়র আবু বক্কর সিদ্দিক,উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোস্তাফা কামাল,সাধারণ সম্পাদক ওয়াছ কুরনী,উপজেলা কৃষি কমকর্তা আলমগীর কবির প্রমুখ।
পরে চলতি রবি মৌসুমে বোরো উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উচ্চ ফলনশীল (উফসী) ও হাইব্রিড(এসএল-৮এইচ) উন্নত জাতের বীজ ও রাসায়নিক সার বিতরন করা হয়। ক্ষুদ্র ও প্রান্তিক ৩৭০০ কৃষকের মাঝে বিনামূল্যে এসব বীজ ও সার বিতরণ করা হয়। প্রতি এক বিঘা জমি আবাদের জন্য প্রতিজন কৃষককে ৫ কেজি বীজ ধান,১০ কেজি এমওপি ও ১০কেজি ডিএপি সার দেওয়া হয়। ৪৩০০ কৃষককে দুই কেজি করে হাইব্রিড জাতের ধান প্রণোদনা হিসেবে বিতরন করা হয়।