আব্দুল মজিদ মল্লিক,আত্রাই (নওগাঁ)প্রতিনিধি:
নওগাঁর আত্রাইয়ে বিনা মূল্যে গবাদি পশুর টিকাদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার সকাল ১০টায় উপজেলার পাঁচুপুর ইউনিয়নের খোনজোর জয়সাড়া স্কুল মাঠে এই টিকাদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। টিকাদান কর্মসূচিতে এলাকার প্রায় তিন শত পশুকে টিকা প্রদান করা হয়। উপজেলার উদ্দীপন শাখার উদ্যোগে এবং উপজেলা প্রাণি সম্পদ অধিদপ্তরের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত টিকাদান কর্মসূচীতে পাঁচুপুর ইউনিয়নের চেয়ারম্যান খবিরুল ইসলাম, নওগাঁ জেলা আঞ্চলিক ব্যবস্থাপক নায়েব আলী, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা রুবায়েত রেজা,আত্রাই শাখা ব্যবস্থাপক আব্দুল হান্নান, উদ্দীপনের রাজশাহী জনের লাইফস্টক কর্মকর্তা উম্মে কুলসুম ও স্থানীয় ইউপি সদস্য মুকুল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
আব্দুল মজিদ মল্লিক
আত্রাই,নওগাঁ
Leave a Reply