আকাশ আহমেদ, নওগাঁ জেলা প্রতিনিধি
নওগাঁর পত্নীতলায় বুধবার সকালে টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট ভবন নির্মান কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। নওগাঁ-নজিপুর আঞ্চলিক মহাসড়কের পাশে পালশা মৌজায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ভবন নির্মান কাজের উদ্বোধন করেন ধামইরহাট-পত্নীতলা আসনের মাননীয় সংসদ সদস্য ও আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব মো. শহীদুজ্জামান সরকার।
ভবন নির্মাণ কাজের উদ্বোধন উপলক্ষ্যে পত্নীতলা উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ রোমেনা আফরোজ এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বদলগাছী-মহাদেবপুর আসনের মাননীয় সংসদ সদস্য মো. ছলিম উদ্দিন তরফদার, বস্ত্র অধিদপ্তরের টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট নির্মান প্রকল্পের প্রকল্প পরিচালক মো. মাহবুবুল ইসলাম (যুগ্ম সচিব), রাজশাহী গণপূর্ত সার্কেলের তত্বাবধায়ক প্রকৌশলী মো. ফজলুল হক, নওগাঁ গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আল মামুন হক, পত্নীতলা উপজেলা চেয়ারম্যান মো. আবদুল গাফফার, নজিপুর পৌরসভার মেয়র রেজাউল কবির চৌধুরী প্রমুখ। টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট এর মাধ্যমে এলাকার কারিগরি শিক্ষার প্রসার ও বেকার সমস্যা দুরীকরণে বিশেষ ভুমিকা রাখবে বলে অতিথিরা তাদের বক্তব্যে জানান।
নওগাঁ গণপূর্ত বিভাগ সূত্রে জানা গেছে, পত্নীতলা উপজেলার নজিপুর পৌরসভার অন্তর্গত পালশা মৌজায় নির্মিতব্য টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট হবে ৪তলা বিশিষ্ট। যার প্রকল্প মুল্য ১৯৭০.৪৪ লক্ষ টাকা, চুক্তি মুল্য ১৫৪২.৪০ লক্ষ টাকা, বাস্তবায়নকাল ১৮মাস। ভবনের ১ম তলায় থাকবে মাল্টিপারপাস রুম, নিটিং ও ডাইং ল্যাব। ২য় তলায় থাকবে সম্মেলন কক্ষ, প্রশাসনিক জোন, প্রার্থনা কক্ষ, কম্পিউটার ল্যাব, ডাইং ও প্রিন্টিং ল্যাব। ৩য় তলায় থাকবে শ্রেণী কক্ষ, মহিলা কমন রুম, লাইব্রেরী, ড্রেস তৈরীর কক্ষ এবং ৪র্থ তলায় থাকবে শ্রেণী কক্ষ, ইনডোর গেম রুম, পদার্থ ও রসায়ন ল্যাব। এছাড়াও থাকবে বাউন্ডারী ওয়াল, বৈদ্যুতিক সাব ষ্টেশন, গভীর নলকুপ, গার্ড রুম, শহীদ মিনার, পাকিং জোন ও সাইকেল শেড। এম/এস খাঁন বিল্ডার্স নামক ঠিকাদারী প্রতিষ্ঠান ভবন নির্মাণ কাজ করবে বলেও বাস্তবায়নকারী সংস্থা নওগাঁ গণপূর্ত বিভাগ সূত্রে জানা গেছে।
Leave a Reply