সাব্বির আহমেদ
পাবনা জেলা প্রতিনিধি
ঈশ্বরদীতে সড়ক দূর্ঘটনায় রুপপুর পারমানবিক বিদ্যুৎ প্রকল্পের শ্রমিক নিহত পাবনার ঈশ্বরদীতে সড়ক দূর্ঘটনায় রুপপুর পারমানবিক বিদ্যুৎ প্রকল্পের রুবেল চৌধুরী নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। রুবেল পাবনা জেলার আটঘড়িয়া থানার উত্তর চক পশ্চিমপাড়া এলাকার আবুল কাশেমের ছেলে। ৮ ডিসেম্বর (বৃহস্পতিবার) সকাল ৬ঃ৩০ এর দিকে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, একটি মোটরসাইকেল দাশুড়িয়া থেকে রুপপুর পারমানবিক বিদ্যুৎ প্রকল্পের দিকে যাচ্ছিলো এসময় নওদাপাড়া এলাকায় একটি ট্রাক পিছন থেকে ধাক্কা দিলে মোটরসাইকেল আরোহী ছিটকে পড়ে। স্থানীয়রা দ্রুত ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে ৷ পাকশী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আশিস কুমার স্যানাল ঘটনা সত্যতা নিশ্চিত করে জানায়, ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে। এবং মোটরসাইকেলটাও থানার হেফাজতে আছে।
Leave a Reply