আকাশ আহমেদ, নওগাঁ জেলা প্রতিনিধি
নওগাঁর পোরশায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা ১মিনিটে উপজেলার সরাইগাছি মোড় মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভ প্রাঙ্গনে ৩১বার তোপধ্বনীর ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনটির সূচনা হয়। দিবসটিতে সকালে উপজেলা পরিষদ এবং স্থানীয় প্রশাসনের পক্ষে উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী ও ইউএনও (ভারপ্রাপ্ত) মো. জাকির হোসেন মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ করেন। এছঅড়াও তারা খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি’র পক্ষে পুস্পস্তবক অর্পণ করেন। এ সময় থানা অফিসার ইনচার্জ শাহ আলম সরদার, ভাইস চেয়ারম্যান কাজীবুল ইসলাম, কৃষি কর্মকর্তা সঞ্জয় কুমার সরকার, প্রানী সম্পদ কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ওয়াজেদ আলী মৃধা, আওয়ামী লীগ সভাপতি আনোয়ারুল ইসলাম, সাধারন সম্পাদক মোফাজ্জল হোসেন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা ও ইউপি চেয়ারম্যান সহ নানা পেশার মানুষ উপস্থিত ছিলেন। পরে উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী ও ইউএনও (ভারপ্রাপ্ত) মো. জাকির হোসেন নিতপুর সরকারি স্কুল এ- কলেজ মাঠে পোরশা থানা পুলিশ সদস্য ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রদের দেওয়া মার্চপাষ্টে ছালাম গ্রহন করেন এবং সংক্ষিপ্ত বক্তব্য শেষে ক্রীড়া প্রতিযোগীতার উদ্বোধন করেন।
এ সময় উপজেলা ভাইস-চেয়ারম্যান কাজীবুল ইসলাম, থানা অফিসার ইনচার্জ (তদন্ত) শাহ্ আলম সরদার সহ বিভিন্ন কর্মকর্তা গণ উপস্থিত ছিলেন। অপরদিকে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও রাজনৈতিক দল দিবসটিতে নানা কর্মসূচি পালন করেন।
Leave a Reply