আকাশ আহমেদ, নওগাঁ জেলা প্রতিনিধি
নওগাঁর মান্দায় পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতাআয়ন ও বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণ প্রকল্পের আওতায় অ্যাডভোকেসি সদস্যদের নিয়ে তিন দিনের প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলা বিআরডিবি অফিসের হলরুমে এ কর্মশালার উদ্বোধন করা হয়।
উপজেলা অ্যাডভোকেসি সদস্যের সভাপতি অনুপ কুমার মহন্তের সভাপতিত্বে কর্মশালায় অন্যান্যের মধ্য বক্তব্য দেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহবুবা সিদ্দিকা রুমা, মহিলা বিষয়ক কর্মকর্তা রিতা রানী পাল, সমাজ সেবা কর্মকর্তা শাকিল আহমেদ, বীর মুক্তিযোদ্ধা খোদাবক্স মিয়া, মান্দা প্রেস ক্লাবের সভাপতি নজরুল ইসলাম, ওয়েভ পাউন্ডেশন বিভাগীয় সহকারী সমন্যয়কারী সুদীপ কুমার ঘোষ, উপজেলা সহায়ক আশরাফুল আরিফ প্রমুখ।
সংশ্লিষ্ট সুত্র জানায় অ্যাডভোকেসি নেটওয়ার্ক সদস্যদের জন্য মানবদিকার, গণতন্ত্র, সুশাসন, নারীর ক্ষমতায়ন, ও অ্যাডভোকেসি বিয়য়ক তিন দিন ব্যপি ২৫ জন সদস্য নিয়ে এ কর্মশালার আয়জন করে ওয়েভ ফাউন্ডেশন।