নড়াইল প্রতিনিধিঃ
একজন মানুষ মহৎ হয়ে ওঠেন তার কর্মগুণে। পৃথিবীতে এমন অনেক মানুষ আছেন, যারা তাদের কর্ম, ধ্যান-জ্ঞান, অর্জন সবকিছু উৎসর্গ করেন দেশের স্বার্থে, মানুষের কল্যাণে। নিঃস্বার্থভাবে কাজ করে চলেন মানুষের উপকারে, দেশের কল্যাণে।তারা কর্তব্য কাজে ফাঁকি না দিয়ে অতিরিক্ত দায়িত্ব পালন করেন। এমনই একজন নড়াইলের জেলা শিক্ষা অফিসার এস এম ছায়েদুর রহমান।
জেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায় ২০১৭ সালের নভেম্বর মাসে নড়াইলে যোগদান করেন।যোগদানের পর থেকেই সৎ,দক্ষ, কর্তব্যপরায়ন,শিক্ষা বান্ধব,মানবিক শিক্ষক সমাজের অভিবাবক এস এম ছায়েদুর রহমান প্রশাসনিক দায়িত্বের পাশাপাশি স্কুলে স্কুলে গিয়ে শিক্ষার পরিবেশ ও মানসম্মত শিক্ষা নিশ্চিতে কাজ করে যাচ্ছেন নিরলসভাবে।
লোহাগড়া উপজেলার আজিজুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের সদ্য অবসরপ্রাপ্ত শিক্ষক মোঃ জাকির হোসেন বলেন,আমি সম্প্রতি চাকুরি থেকে অবসরে গেছি।আমার কিছু কাজের জন্য স্যারের অফিসে যাই।নানা ব্যস্ততার মাঝেও স্যার আমাকে আলাদা করে সময় দেন। স্যারের এমন আন্তরিক ব্যবহারে আমি মুগ্ধ হয়ে যাই যা আজীবন স্মৃতি হয়ে থাকবে।
সদর উপজেলার নড়াইল ভিক্টোরিয়া কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক জুয়েল কুমার সরকার জানান, আমার বিদ্যালয়ের সাত জন শিক্ষক কর্মচারি দ্বিতীয় উচ্চতর স্কেলের প্রাপ্তির পরামর্শের জন্য শিক্ষা অফিসার স্যারের কাছে যাই। স্যার ব্যস্ত থাকায় অপেক্ষা করতে বলেন, এরপর দীর্ঘসময় ধরে আমাদের প্রত্যেকের কাগজপত্র আপন জনের মতো আন্তরিকতার সাথে বুঝিয়ে দিয়ে আবেদনের পরামর্শ দেন। এ কাজ করতে গিয়ে স্যারের অফিসেই রাত হয়ে যায়।তবু স্যারের মুখে একটুও বিরক্তি ভাব দেখিনি।
লস্করপুর-সীমাখালী দাখিল মাদ্রাসার সুপার মওলানা মোঃ আমিনুর রহমান বলেন, নড়াইলের জেলা শিক্ষা অফিসার এস এম ছায়েদুর রহমান স্যার,একজন সৎ ,নির্লোভ, কর্তব্যপরায়ন,বিনয়ী মানুষ।আমরা বিভিন্ন প্রয়োজনে অফিস সময়ের বাইরে এমনি ছুটির দিনেও স্যার আমাদের সময় দেন। নড়াইল শিক্ষাঙ্গনের প্রত্যেকের ভালবাসায় সিক্ত তিনি। আমরা কেবল জানাতে পারি শুভকামনা সময়ের অন্যতম শ্রেষ্ঠ এই সন্তানের জন্য। কবির ভাষায় বলতে হয় ‘মোমবাতি হওয়া সহজ নয়। আলো দেওয়ার জন্য প্রথম নিজেকেই পুড়তে হয়’।
নড়াইলের জেলা শিক্ষা অফিসার এস এম ছায়েদুর রহমান বলেন, আমি একজন সেবক হিসাবে আমার উপর দায়িত্ব সততা ও নিষ্ঠার সাথে পালন করার চেষ্টা করি ।আমি সকলের কাছে দোয়া চাই আমি যেন মানুষের কল্যাণে কাজ করে যেতে পারি।