স্পোর্টস ডেস্ক :
বিশ্বকাপ শেষ! এখন ক্লাব ফুটবল মাঠে গড়ানোর পালা। একে ঘিরে দল সাজাতে প্রস্তুত ক্লাবগুলো। এজন্য ট্রান্সফার মার্কেটে লড়াইয়ে নামতে যাচ্ছে তারা। সেই লক্ষ্যে কাঁড়ি কাঁড়ি অর্থ খরচ করতে প্রস্তুত বিভিন্ন দেশের ক্লাব।
বরাবরের মতো এবারও রিয়াল মাদ্রিদের রাডারে আছেন ফ্রান্সের তুরুপের তাস কিলিয়ান এমবাপ্পে। ফুটবল বিষয়ক জনপ্রিয় সংবাদমাধ্যম গোল ডটকমের এক প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে।
এতে বলা হয়, এমবাপ্পেকে ন্যু ক্যাম্পে ভেড়াতে ১ বিলিয়ন ইউরো খরচ করতে প্রস্তুত রিয়াল। অতীতে এত মোটা অংকের অর্থে কোনো ফুটবলারকে দলে ভেড়ানোর ইতিহাস নেই।
ক্রীড়াভিত্তিক প্রভাবশালী সংবাদমাধ্যম স্পোর্টসবাইবেলের তথ্য অনুযায়ী, ফ্রান্সের বিশ্বকাপ হিরো এমবাপ্পেকে দলে ভেড়াতে লোভনীয় প্রস্তাব দিতে প্রস্তুত রিয়াল।
প্রতিবেদনে বলা হয়, পিএসজি ফরোয়ার্ডের প্রতি আগে থেকেই আগ্রহী ছিল লস ব্লাঙ্কোজরা। একসময় তাকে দলে ভেড়ানোর দ্বারপ্রান্তেও পৌঁছে গিয়েছিল তারা।
তবে ফ্রান্সে থাকতেই প্রতিশ্রুতিবদ্ধ ছিলেন এমবাপ্পে। যে কারণে রিয়ালের সেই প্রচেষ্টা শেষ পর্যন্ত আলোর মুখ দেখেনি।
আবার এমবাপ্পেকে দলে ভেড়াতে উঠে-পড়ে লেগেছে স্প্যানিশ জায়ান্টরা। শোনা যাচ্ছে, এ দফায় ৪ বছর মেয়াদে তাকে ডেরায় টানতে ৮৭৭ মিলিয়ন ব্রিটিশ পাউন্ড গুণতে প্রস্তুত তারা।
এর মধ্যে শুধু ৫৫২ মিলিয়ন পাউন্ড বেতন হবে ২৩ বছর বয়সী ফরাসি তারকার। আর ট্রান্সফার ফি থেকে ১৩২ মিলিয়ন পাউন্ড পাবে পিএসজি।
Leave a Reply