নিউজ ডেস্ক :
বর্তমান সরকারের প্রতি ইঙ্গিত করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, তারা ভয়ভীতি সৃষ্টি করে দখল চালিয়ে যাবে। বাংলাদেশের মানুষ ভয়কে জয় করে ফেলেছে। এখন তারা রাস্তায় নেমেছে, এই ফ্যাসিস্ট সরকারের পতনের জন্য। আমাদের জয় সুনিশ্চিত।
কোনো শক্তি, কোনো গুম, খুন ও নির্বিচারে হত্যা এই জনগণকে থামাতে পারবে না। শনিবার দুপুর সাড়ে ১২টায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বরিশালে বিএনপির গণমিছিলের আগে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ কথা বলেন।
আমীর খসরু মাহমুদ বলেন, ইতোমধ্যে তারা শত শত মানুষকে গুম করে হত্যা করেছে। ক্রসফায়ারে হত্যা করেছে, পুলিশের হেফাজতে হত্যা করেছে। গত কয়েকদিনে বিএনপির ১৩ নেতাকর্মীকে হত্যা করেছে। এই হত্যাকাণ্ডের পরও মানুষ রাস্তায় নেমে এসেছে। তিনি আরও বলেন, আমরা মুক্তিযুদ্ধে জয়ী হয়েছি, ভাষা আন্দোলনে জয়ী হয়েছি, স্বৈরাচারকে হটাতে জয়ী হয়েছি।
এবারও বাংলাদশের মানুষ এই গণতন্ত্রের আন্দোলনে মুক্তির আন্দোলনে জয়ী হবো। ১০ দফা দাবি বাস্তবায়ন এবং বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ কেন্দ্রীয় নেতাদের মুক্তির দাবিতে জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ের সামনে থেকে গণমিছিল বের করা হয়।
মিছিলে নেতৃত্ব দেন আমীর খসরু মাহমুদ চৌধুরী। মিছিল নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে শেষ হয়। গণমিছিল পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে আরও বক্তব্য রাখেন সাবেক এমপি জহির উদ্দিন স্বপন, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরীন, মহানগর বিএনপির সভাপতি মনিরুজ্জামান ফারুক ও সদস্য সচিব মীর জাহিদুর কবির জাহিদসহ অন্যরা।