মোঃ মিলন মোল্লা, মানিকগঞ্জ প্রতিনিধিঃ
মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলার ঝিটকাতে মহান বিজয়ের মাস উপলক্ষ্যে পায়রা ইন্সটিটিউট অব টেকনোলজির উদ্যোগে ক্রিকেট টুনামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সকাল ৭ টায় সিদ্দিকুর রহমানের সঞ্চালনায় সভাপতিত্ব করেন মো. জাহিদ মোল্লা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ।
তিনি বলেন, আমাদের প্রতিষ্ঠানের একটি উল্লেখযোগ্য দিক হচ্ছে যারা গরিব মেধাবী শিক্ষার্থী তাদের এই প্রতিষ্ঠান হতে স্বল্প খরচে কম্পিউটারের সকল কাজ শেখানো হয়। এছাড়াও এই প্রতিষ্ঠানে মূল লক্ষ্য হল বেকার কর্মহীনদের যোগ্য করে সমাজে প্রতিষ্ঠিত করে তোলা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পায়রা ইন্সটিটিউট অব টেকনোলজির শিক্ষক মো. মাসুদুর রহমান।
তিনি বলেন, একাডেমিক শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষার বিকল্প নেই। তাই হরিরামপুরের ঝিটকায় পায়রা ইন্সটিটিউট অব টেকনোলজি শিক্ষিত অর্ধশিক্ষিত ও বেকার শিক্ষার্থীদেরকে হাতে-কলমে কম্পিউটার শিক্ষা দিয়ে অগ্রণী ভূমিকা রাখছে।
উল্লেখ্য, বেকারত্ম দূরীকরণের লক্ষ্যে কারিগরি শিক্ষা সম্প্রসারণের জন্য ২০১৮ সালে হরিরামপুর উপজেলার ঝিটকায় ‘পায়রা ইন্সটিটিউট অব টেকনোলজি’ প্রতিষ্ঠিত হয়।
এই প্রতিষ্ঠানে কম্পিউটার অফিস এ্যাপ্লিকেশন কোর্স, গ্রাফিক্স ডিজাইন, কপিউটার হার্ডওয়্যার, আউটসোর্সিং সহ কম্পিউটারের যাবতীয় প্রশিক্ষণ চলমান রয়েছে।
প্রতিবছর এই প্রতিষ্ঠান থেকে অনেক প্রশিক্ষণার্থী কোর্স সম্পন্ন করে বোর্ড কর্তৃক সার্টিফিকেট গ্রহণ করে বেকারত্ব দূরীকরণে ভূমিকা রাখছে।
খেলা শেষে বিজয়ী দলকে পায়রা ইন্সটিটিউট অব টেকনোলজির পক্ষ হতে পুরষ্কার প্রদান করা হয়।
Leave a Reply