পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান
সাহিদ বাদশা বাবু , লালমনিরহাট ::
ভারতের সঙ্গে কথা বলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। তিনি বলেন, ‘আমরা এক তরফা কোনো কিছু করতে চাই না। ভারত আমাদের প্রতিবেশী, তাদের আমরা সম্মান করি। তিস্তা মহাপরিকল্পনা অবশ্যই বাস্তবায়ন করা হবে।
তবে তাদেরকে (ভারত) অসম্মান করে কোনো কিছু করব না। আমরা প্রতিবেশীর সঙ্গে মিলে জনগণের যাতে মঙ্গল হয়, সে লক্ষ্যে কাজ করব।’ বুধবার বিকেল ৩টায় লালমনিরহাট সদর উপজেলার মোস্তফিহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের ২৫ বছর পূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘লালমনিরহাটে অর্থনৈতিক জোন করা হবে, সে লক্ষ্যে পরিত্যক্ত জমির পরিমাণ যে এলাকায় রয়েছে, তা সিলেক্ট করা হলে আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলে কাজ চালু করবো। এছাড়া লালমনিরহাটে পরিত্যক্ত বিমান বন্দরটিও চালু করা হবে। কারণ বঙ্গবন্ধু অ্যাভিয়েশন বিশ্ববিদ্যালয়টি যেহেতু চালু হয়েছে সে কারণে এ বিমানবন্দরটিও চালু করা হবে।’
‘এসো মিলি সকলে প্রাণের মেলা বন্ধনে’ স্লোগানকে সামনে রেখে মোস্তফিহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের ২৫ বছর পূর্তি অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আব্দুর রশিদ টোটন সরকার, চেয়ারম্যান গোকুন্ডা ইউনিয়ন পরিষদ এর পৃষ্ঠপোষকতায়,
আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট-১ আসনের এমপি মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন, জেলা প্রশাসক মোহাম্মদ উল্লাহ, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. অ্যাড. মতিয়ার রহমান, পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম প্রমুখ।