আকাশ আহমেদ, নওগাঁ জেলা প্রতিনিধি
নওগাঁর সাপাহারে তিলনী সরলী দাখিল মাদ্রাসা এমপিওভুক্ত হওয়ায় শুকরিয়া জ্ঞাপন ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টায় উপজেলার তিলনী সরলী দাখিল মাদ্রাসার আয়োজনে মাদ্রাসা মাঠে মাদ্রাসাটি এমপিওভুক্ত হওয়ায় সংশ্লিষ্টদের প্রতি শুকরিয়া জ্ঞাপন এবং অভিভাবকদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান হোসেন মন্ডল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্যাহ আল মামুন, সহকারী কমিশনার (ভূমি) শারমিন জাহান লূনা, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস সরকার প্রমূখ।
তিলনী সরলী মাদ্রাসার ম্যাসেজিং কমিটির সভাপতি নাঈম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন মদরাসার সুপারিনটেনডেন্ট ফিরোজ আলম।
এসময় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, স্থানীয় শিক্ষানুরাগী সুধীজন সহ
Leave a Reply