পিরোজপুরে প্রতিনিধি:-
পিরোজপুর শহরে দিনে দুপুরে ফিল্মি স্টাইলে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। চুরির অভিযোগে একজনকে আটক করে থানায় সোপর্দ করেছে এলাকাবাসী।
স্থানীয় সূত্রে জানা গেছে, পিরোজপুর শহরের শেখপাড়া এলাকার বাসিন্দা গাজী মো. আলাউদ্দিনও তার স্ত্রী গত মঙ্গলবার বেলা ১১টার দিকে তার ভবনের ও বাড়ির প্রধান গেটে তালা দিয়ে শহরে আসেন কাজে ।
এরপর দুপুর সাড়ে ১২টার দিকে তিনি বাসায় ফিরে আসেন। বাসার ভেতর প্রবেশ করে তিনি ভবনের প্রধান ফটকে দেওয়া দু’টি তালা ভাঙ্গা দেখেন। পরে ঘরে প্রবেশ করে তার স্ত্রীর আলমারি ভাঙ্গা ও খোলা দেখতে পান। এ সময় তার স্ত্রী বেবী জানান, চোরেরা তার আলমারীতে থাকা নগদ ১ লক্ষ ৫ হাজার টাকা, ৫টি স্বর্ণের আংটি, ২টি চেইন, ৩ জোড়া কানের দুল ও একটি নেকলেসসহ প্রায় ৮ ভরি স্বর্ণালংকার নিয়ে গেছে।
পরে বাড়ির মালিক গাজী আলাউদ্দিন ঘর থেকে বাইরে বেড়িয়ে এসে পাশের লোকজনকে জিজ্ঞেস করলে তারা বালির পাইপ স্থাপনকারী কয়েকজন লোককে সেখানে সন্দেহজনক ঘোরাঘুরি করতে দেখেছেন বলে জানান।
এরপর তিনি তাদের একজন খানাকুনিয়ারীর বাসিন্দা আকব্বর মীর (৩৮)কে ফোনে সংবাদ দিলে আকব্বর সেখানে হাজির হয়। পরে জিজ্ঞাসাবাদে তার কথাবার্তায় গড়মিল দেখা দিলে স্থানীয়রা পিরোজপুর সদর থানায় খবর দেয়। পুলিশ এসে তাকে থানায় নিয়ে যায়। ঐদিন রাতেই পিরোজপুর সদর থানায় আকব্বর কে আসামী করে একটি মামলা দায়ের করা হয়।
পিরোজপুরে সংবাদদাতা