সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি :
পাবনা জেলার সাঁথিয়া থানার একেবারেই সন্নিকটে স্বাস্থ্য বিভাগের সাবেক উপ-পরিচালক ডাঃ মনসুরুল ইসলামের বাসায় দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বেশ কিছুদিন যাবৎ সাঁথিয়ায় চোরের উপদ্রপ বাড়লেও এবার একেবারে থানার সামনের বাসা থেকে চুরির ঘটনায় জনমনে ব্যাপক চোর আতঙ্ক বিরাজ করছে। এদিন চোরেরা একটি এলইডি রঙ্গিন টিভিসহ বেশকিছু জিনিসপত্র চুরি করে নিয়ে গেছে ।
জানা যায়, শুক্রবার (৩০ডিসেম্বর) দিবাগত রাতে একটি সংঘবদ্ধ চোরের দল সুকৌশলে বাড়ির পেছন দিক দিয়ে জানালার গ্রিল কেটে তার চেম্বারে ঢুকে টিভিসহ বেশকিছু জিনিসপত্র নিয়ে যায়।
ডাঃ মনসুরুল ইসলাম জানান, আমার স্ত্রীর চিকিৎসার জন্য আমি এনায়েতপুর খাজা ইউনুছ আলী মেডিকেল কলেজ হাসপাতালে আছি। সকালে আমার বাড়ির দারোয়ানের কাছে শুনতে পেলাম বাড়িতে চুরি হয়েছে। কি কি জিনিস নিয়েছে এখনও আমি নিশ্চিত করে বলতে পারছি না। এ ঘটনায় সাঁথিয়া উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ার, পৌর মেয়র মাহবুবুল আলম বাচ্চু,সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
কিছু দিনের ব্যবধানে সাঁথিয়া বাজারসহ উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে চুরি, সাঁথিয়া থানার পাশে সান মার্কেটে সঞ্জয় কুমারের দোকানে চুরি, সাংবাদিক উজ্জলের বাড়িতে চুরি, উপজেলা আ’লীগের সাবেক সহ-সভাপতি কার্তিক সাহার বাড়িতে চুরি, সাব্বির মাষ্টারের বাড়িতে চুরি, কালাইচারার জহুরুলের বাড়িতে এবং সাবেক অধ্যক্ষ আয়েজ উদ্দিনের বাড়ির ভারাটিয়ার কক্ষ থেকে চুরিসহ বেশ কিছু চুরি সংঘটিত হওয়ায় জনমনে চুরি আতঙ্ক বিরাজ করছে।
Leave a Reply