শাকিল আহমেদ,নড়াইলঃ
নড়াইলে নৌকাডুবির চতুর্থ দিনে মাহমুদ শেখ (৪৩) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। এ পর্যন্ত মোট ছয়জনের মরদেহ উদ্ধার হয়েছে।
আজ মঙ্গলবার (৩ জানুয়ারি) সকাল পৌনে ১০টার দিকে কালিয়া উপজেলার নড়াগাতী থানাধীন বড়দিয়া ফেরিঘাট থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।
মাহমুদ শেখ কালিয়া উপজেলার ছোট কালিয়া গ্রামের মৃত খালেক শেখের ছেলে। নড়াগাতী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত সাহা বিষয়টি নিশ্চিত করেছেন।
নড়াইল ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. মাহাবুব আলম বলেন, নৌকাডুবির চতুর্থ দিনে ঘটনাস্থলে আমরা উদ্ধার অভিযান শুরু করি। সকালে আমরা খবর পাই বড়দিয়া ফেরিঘাট এলাকায় একটি মরদেহ ভাসতে দেখা যাচ্ছে। আমরা তাৎক্ষণিক সেখানে যাই এবং ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করি। আমরা নৌপুলিশে মরদেহটি হস্তান্তর করেছি।
তিনি আরও বলেন, নৌকাডুবির চার দিনে আমরা মোট ছয়টি মরদেহ এবং ডুবে যাওয়া নৌকা উদ্ধার করতে সক্ষম হয়েছি। নৌকাডুবিতে ভিকটিম শনাক্ত করতে পারায় আমাদের উদ্ধার অভিযানের সমাপ্তি ঘোষণা করছি।
নৌকাডুবিতে এখন পর্যন্ত নাজমা বেগম (৩০), নাজমার ছেলে নাসিম (২), গ্রাম্য চৌকিদার লাভু (৩৫), নাজমার চাচাতো দুলাভাই খানজে শেখ (৫৭), নাজমার ভাই রয়েল মন্ডল (২৮) ও নাজমার দুলাভাই মাহমুদ শেখের (৪৩) মৃত্যু হয়েছে।