মোঃ জুলহাস উদ্দিন হিরো, শেরপুর জেলা প্রতিনিধি,
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ৬০ জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে একটি করে বাইসাইকেল দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের অডিটোরিয়াম আঙিনায় এই সাইকেল দেওয়া হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর কার্যালয় হতে বাস্তবায়নাধীন বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা (পার্বত্য চট্টগ্রাম ব্যতীত) ' শীর্ষক ২০২২-২৩ অর্থ বছরে উপজেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৬০ জন শিক্ষার্থীকে ৪ লাখ ৮০ হাজার টাকা ব্যায়ে একটি করে বাইসাইকেল দেওয়া হয়। বাইসাইকেল বিতরণ কালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও ) খৃষ্টফার হিমেল রিছিলের সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি ) মাহমুদুল হক, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোকছেদুর রহমান লেবু, পৌরসভার মেয়র আবু বক্কর সিদ্দিক, সহকারী কমিশনার ( ভূমি ) ঈফফাত জাহান তুলি প্রমুখ বক্তব্য দেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ক্লোডিয়া নকরেক কেয়া।
সাইকেল উপহার পেয়ে নিজপাড়া গ্রামের ষষ্ট শ্রেণির শিক্ষার্থী অপিতা সিংহ বলেন, বাড়ি থেকে স্কুলের দূরত্ব তিন কিলোমিটার। প্রতিদিন পায়ে হেটে স্কুলে যেতে হতো। আজ একটি বাইসাইকেল পেয়েছি। এখন সাইকেলে করে দ্রুত স্কুলে যেতে পারবো।
ইউএন ও খৃষ্টফার হিমেল রিছিল বলেন, উপজেলায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের জন্য আগে ১৮ লাখ ৪৮ হাজার টাকার বৃত্তি দেওয়া হয়েছে। গতকাল (মঙ্গলবার) ৬০ জন্য শিক্ষার্থীকে স্কুলে যেতে ৪ লাখ ৮০ হাজার টাকা ব্যায়ে ৬০ টি বাইসাইকেল দেওয়া হয়েছে।