নড়াইল প্রতিনিধিঃ
নড়াইল কালিয়া উপজেলার ফাজেল আহম্মদ
মাধ্যমিক বিদ্যালয়ে ৪র্থ শ্রেনীর কর্মচারী নিয়োগে ৩ টি পদে ২৪ লাখ টাকা বাণিজ্যের অভিযোগ উঠেছে। যানা গেছে, প্রধান শিক্ষক মনিমোহন বিশ্বাস ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি পলাশ মাহবুব পরস্পর যোগসাজশে
নিজেদের পরিকল্পনা অনুযায়ী নাম মাত্র নিয়োগ বোর্ড বসিয়ে টাকার বিনিময়ে পছন্দের প্রার্থীকে নিয়োগ দিয়েছেন। বিদ্যালয় সুত্রে জানা গেছে,
বিদ্যালয়ে অফিস সহায়ক, আয়া ও গেট ম্যান
পদে নিয়োগ দেওয়ার জন্য গত ২৩ ডিসেম্বর পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিদ্যালয়ের ৩ টি পদে ২৫ জন প্রার্থী আবেদন করেন। আয়া পদে ৭ জন, গেটম্যান পদে ৭ জন ও অফিস সহকারী পদে ১১ জন আবেদন করেন।পরবর্তীতে আবেদন কারীদের লিখিত ও মৌখিক পরীক্ষা নিয়োগ বোর্ডের মাধ্যমে গ্রহন করা হয়। অভিযোগ উঠেছে,
বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাম মাত্র নিয়োগ প্রক্রিয়া শেষ করে মোটা অংকের টাকা নিয়ে অফিস সহকারী পদে শামিম মোল্যা ,গেটম্যান পদে শরিফুল ইসলাম ও আয়া পদে রিনি কে নিয়োগ প্রদান করেছেন।
নিয়োগ বোর্ডকে সম্মানির নামে খাম ধরিয়ে দিয়ে ফলাফল সিট সহ সংশ্লিষ্ট কাগজপত্রে সাক্ষর করিয়ে নিয়েছেন এই প্রধান শিক্ষক ও সভাপতি।
এ বিষয়ে জানতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনমোহন বলেন, টাকা আমি গ্রহন করিনি। যে টাকা নেওয়া হয়েছে তা সভাপতি নিয়েছে।
অপর দিকে সভাপতি পালশ মাহাবুবের সাথে মোবাইলে একাধিক বার যোগাযোগ করা হলে ফোন বন্ধ পাওয়া গেছে।
জেলা শিক্ষা অফিসার ছায়েদুর রহমান বলেন, ওই বিদ্যালয়ে অনেক অভিযোগ আছে। সব গুলো তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।