নিউজ ডেস্ক :
ছাত্রলীগের অনুষ্ঠান মঞ্চ ভেঙে পড়ার ঘটনায় ক্ষোভ ঝেড়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, যেকোনো মঞ্চে গেলে সামনের লোকের চেয়ে মঞ্চের লোকের সংখ্যা বেশি হয়। এতো নেতা দরকার নেই।
শুক্রবার (৬ জানুয়ারি) বিকেল চারটা ১০ মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলায় ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় আচমকা মঞ্চ ভেঙে পড়ে যান ওবায়দুল কাদেরসহ মঞ্চে উপস্থিত নেতাকর্মীরা।
পরে উঠে দাঁড়িয়ে শোভাযাত্রার উদ্বোধন ঘোষণার সময় ওবায়দুল কাদের বলেন, ১৯৭৫ এ আমরা প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হয়েছিলাম, তখন অনেককে হাসপাতালে যেতে হয়েছিল। আজকে বক্তব্য দেওয়ার সময় হঠাৎ মঞ্চ ভেঙে পড়েছে। এটি একটি স্বাভাবিক ঘটনা। মঞ্চে অনেক নেতা ছিলেন। আমি বলব, আমাদের আরও কর্মীর দরকার। স্মার্ট বাংলাদেশ গড়তে স্মার্ট কর্মী দরকার। এতো নেতা দরকার নেই। যেকোনো মঞ্চে গেলে সামনের লোকের চেয়ে মঞ্চের লোকের সংখ্যা বেশি হয়। এতো নেতা কেন?
ভেঙে পড়ার সময় ছাত্রলীগের শোভাযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চে সংগঠনটির সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন, সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতসহ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি-সাধারণ সম্পাদকদের অনেকেই উপস্থিত ছিলেন। এ সময় মঞ্চে ছিলেন ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ ছাত্রলীগের নেতারাও। নেতাকর্মীদের অতিরিক্ত চাপেই মঞ্চটি ভেঙে পড়েছে বলে ধারণা করা হচ্ছে।