তাওহীদ হাসান উসামা
অভয়নগরে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ অভয়নগর থানা শাখার উদ্যোগে সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার দুপুরে বাঘাবাড়ি শেখ মোমিন উদ্দিন কারিমীয়া মাদরাসায় এ সভা অনুষ্ঠিত হয়। মাদরাসার প্রতিষ্ঠাতা মুহতামিম মুফতি আজীমুদ্দীন এর সঞ্চালনায় বিশ্ব বিখ্যাত বিদ্যাপীঠ দারুল উলুম দেওবন্দ মাদরাসার তাহাফ্ফুজে খতমে নবুওয়াত বিভাগের প্রধান শিক্ষক আল্লামা শাহ আলম তাহাফ্ফুজে খতমে নবুওয়াতের বিষয়ে অত্যান্ত গুরুত্বপূর্ণ বয়ান করেন এবং অত্র মাদরাসায় তাহাফ্ফুজে খতমে নবুওয়াত শাখা চালু করার পরামর্শ দেন। উক্ত সভায় উপস্থিতি ছিলেন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের উপদেষ্টা মাওলানা মাসুম বিল্লাহ, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সাংগঠনিক সম্পাদক মুফতি সাইফুল ইসলাম কাসেমী, ইয়াহইয়া উলুম মাদরাসার শিক্ষা সচিব মুফতি শহিদুল ইসলাম কাসেমী, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সহ সাধারণ সম্পাদক মুফতি আশরাফ সাইদ কাসেমী, মাওঃ মুজিবুর রহমান আনসারী পেশ ইমাম গোহাট জামে মসজিদ, মাওঃ রবিউল ইসলাম শিক্ষক আমেনা কওমী মহিলা মাদ্রাসা, মাওঃ ইকবাল হুসাইন সাধারণ সম্পাদক জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ চলিশিয়া ইউনিয়ন শাখা। আরো অন্যন্য ওলামায়ে কেরাম উপস্থিত ছিলেন। সবশেষে অত্র মাদরাসার নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনের মাধ্যমে প্রোগ্রাম শেষ করা হয়।
Leave a Reply