মোঃ জুলহাস উদ্দিন হিরো, শেরপুর প্রতিনিধি,
শেরপুরের ঝিনাইগাতী উপজেলার নলকুড়া ইউনিয়নের ডেফলাই বেদে পল্লীর ১০০ শীতার্ত পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর দেয়া শীতবস্ত বিতরন করা হয়েছে।
৭ জানুয়ারি শনিবার বিকেলে এসব শীতবস্ত্র বিতরন করেন ঝিনাইগাতী উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আশরাফুল কবীর ও জেলা প্রশাসক কার্যালয়ের ত্রানও পুনর্বাসন কর্মকর্তা সালাউদ্দীন বিশ্বাস। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বেদে পল্লীর মো,আকাব্বর মিয়া, মো,গিয়াস উদ্দিন, আমিন মিয়া, মো,চন্দন মিয়া, মো,রুবেল মিয়া, সেলিনা আক্তার প্রমুখ।
কম্বল বিতরন কালে জেলা ত্রানও পুনর্বাসন কর্মকর্তা সালাউদ্দীন বিশ্বাস বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া শীতবস্ত শেরপুরের জেলা প্রশাসক সাহেলা আক্তারের নির্দেশনা অনুযায়ী আমরা শীতবস্ত্র বিতরন করতে এসেছি।
কারন প্রচন্ড শীতে জুবুথুবু হয়ে পরেছে হতদরিদ্র ছিন্নমূল পরিবার। আর এ শীতের হাত থেকে রক্ষাপেতে এ উদ্যোগ গ্রহন করেন জেলা প্রশাসক সাহেলা আক্তার। বেদে পল্লীর শীতার্ত পরিবার কম্বল পেয়ে সবাই খুশি। কম্বল পেয়ে বেদে পল্লীর স্মৃতি বিবি (৭০) জহিরন বিবি(৬০) প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জেলা প্রশাসক সাহেলা আক্তারের দীর্ঘায়ু কামনা করেছেন।
সংবাদদাতা, মোঃ জুলহাস উদ্দিন হিরো,
শেরপুর প্রতিনিধি,
Leave a Reply