সুমন ইসলাম,ঠাকুরগাঁও প্রতিনিধি:
বাংলাদেশ প্রাইভেট ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশন ঠাকুরগাঁও জেলা শাখার বার্ষিক সাধারণ সভা ও কমিটি গঠন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
৭ জানুয়ারি শনিবার, বাংলাদেশ প্রাইভেট ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশন ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজন সোনার বাংলা রিসোর্টে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয় ।
সভা পরিচালনা করেন, ঠাকুরগাঁও জেলা যুগ্ন সাধারণ সম্পাদক রাজিউল ফারুক রোমেল চৌধুরী ।
এসময় মো: জুলফিকার আলী সভাপতি ও আবু দাউদ সামসুজ্জোহা ডন চৌধুরীকে পুনরায় সাধারণ সম্পাদক সহো ২১ সদস্যের তিন বৎসর মেয়াদি কমিটি নির্বাচিত করা হয়।
মো :জুলফিকার আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ প্রাইভেট ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশন রংপুর বিভাগের সাধারণ সম্পাদক মো: শামসুর রহমান।
এসময় বক্তব্য রাখেন,বি এম এ ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি ডা.আবু মো: খায়রুল কবির,সাধারণ সম্পাদক মেরাজুল ইসলাম সোনা, স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) ঠাকুরগাঁও জেলা জেলা শাখার সভাপতি ড.রিয়াজুল ইসলাম,স্বাস্থ্য অধিদপ্তরের উপ-পরিচালক ,ডা.নাদিরুল আজিজ চপল ।
এছারাও সভায় নতুন কমিটিকে স্বাগত জানান, সিভিল সার্জন ঠাকুরগাঁও ,ডা: নুর নেওয়াজ আহমেদ,তত্বাবধায়ক ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতাল, ড.ফিরোজ জামান জুয়েল।
ঠাকুরগাঁও জেলাধীন সকল মালিকগণ তাদের সেবার মানোন্নয়নের জন্য সর্বসম্মতিক্রমে প্রয়োজনীয় পদক্ষেপ ও সেবার ক্ষেত্রে তাদের নিরবিচ্ছিন্ন অবদান অব্যাহত রাখার বিষয়ে অলোচোনা করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন, দারাজ উদ্দিন,কামরুজ্জামান সুনাম,সামসুনাহার বেগম,বাবলুর রহমান প্রমুখ।
Leave a Reply