আকাশ আহমেদ, নওগাঁ জেলা প্রতিনিধি
নওগাঁর মান্দায় অসহায় শীতার্ত মানুষের মাঝে ৬ হাজার ৮৭৫ টি কম্বল বিতরণ করা হয়েছে। এর মধ্যে ইউনিয়ন পরিষদের মাধ্যমে বিতরণ করা হয় ৪২০০ টি কম্বল। অবশিষ্ট কম্বল দুস্থ, অসহায় ও ছিন্নমূল মানুষের মাঝে বিতরণ করা হয়েছে।
গত শনিবার রাতে প্রসাদপুর কওমি মাদ্রাসার ২০ শিক্ষার্থীর মাঝে কম্বর বিতরণ করা হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু বাক্কার সিদ্দিক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকির মুন্সী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাকিল আহমেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল করিম, জনস্বাস্থ্যের উপসহকারী প্রকৌশলী এনায়েত করিম উপস্থিত ছিলেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, স্থানীয় সংসদ সদস্য মুহা. ইমাজ উদ্দিন প্রামাণিকের বরাদ্দকৃত কম্বলের মধ্যে প্রত্যেক ইউনিয়ন পষিদের দেওয়া হয় ৩০০টি করে কম্বল। এ ছাড়া মাদ্রসা ও এতিমখানায় ৪৫০ টি, আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের মাঝে ৩০০ টি, বিভিন্ন হাটবাজরের নৈশপ্রহরীদের মাঝে ১০০ টি ও অসহায় ছিন্নমূল মানুষের মাঝে ৪০০ টি কম্বল বিতরণ করা হয়েছে। এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু বাক্কার সিদ্দিক বলেন, অসহায় ও দুস্থ মানুষের শীত নিবারণের জন্য মাননীয় এমপি স্যার ৬৮৭৫টি কম্বল বরাদ্দ দেন। এর মধ্যে ইউপি চেয়ারম্যান ও সদস্যদের মাধ্যমে ৪২০০টি কম্বল বিতরণ করা হয়। অবশিষ্ট কম্বল উপজেলার বিভিন্ন এলাকায় রাতে ঘুরে ঘুরে বিতরণ করা হয়েছে।