মোঃ জুলহাস উদ্দিন হিরো, শেরপুর প্রতিনিধি,
শেরপুরের নকলায় চাউলের খুঁদ মিশিয়ে মশলা তৈরির অভিযোগে এক ব্যবসা প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
রবিবার (০৮ জানুয়ারি) দুপুরে নকলা পৌর শহরের উত্তর বাজার জোড়াব্রীজ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিহাবুল আরিফ।
তিনি জানান, মিলে চাউলের খুঁদ মিশিয়ে হলুদ, মরিচ, মশলা তৈরি করে সাধারণ মানুষের কাছে বিক্রি করে আসছিল এক অসাধু ব্যবসায়ী। খবর পেয়ে অভিযান পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এ মোজাম্মেল হক (৫০) পিতা মোঃ মমতাজ সাং নকলাকে ১০০০০ টাকা জরিমানা করা হয়। এছাড়াও ভবিষ্যতে আর যেনো এমন কাজ না করেন সেজন্য সতর্ক করার পাশাপাশি সাধারণ জনগণের নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে উপজেলা প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানায়।
Leave a Reply