এস আর,সোহেল রানা,রাজশাহী,প্রতিনিধিঃ
রাজশাহীর তানোর পৌর সভার অফিস সহায়ক প্রয়াত আমিন সরেনের পরিবারকে তানোর পৌর সভার কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। সোমবার দুপুরে মেয়রের অফিস কক্ষে প্রয়াত আমিন সরেনের স্ত্রীর হাতে এককালীন এ অনুদানের অর্থ তুলে দেন তানোর পৌর মেয়র ও তানোর পৌর আ’ লীগ সভাপতি ইমরুল হক।
এসময় উপস্থিত ছিলেন নওহাটা পৌর সভার সাবেক মেয়র মকবুল হোসেন, তানোর পৌর সভার প্যানের মেয়র আরব আলী, তানোর পৌর সভা কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির সহ-সভাপতি বিমল চন্দ্র প্রামানিক।
তানোর পৌর সভা কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির সাধারন সম্পাদক মনিরুল ইসলাম, কোষাধ্যক্ষ উমর আলী, তানোর পৌর সভার প্রধান হিসাব রক্ষক আবদুস সবুর, তানোর পৌর সভার কার্য্যসহকারী ওয়াহেদুজ্জাম বাবু, কার্য্যসহকারী মাহাবুর রহমান, নুরজাহান বেগম প্রমুখ। সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, তানোর পৌর সভার অফিস সহায়ক আমিন সরেন গত ৮ ই ডিসেম্বর ২০২২ ইং তারিখে পরোরোক গমন করেন। তার মৃত্যুতে তানোর পৌর সভা কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির পক্ষ থেকে তার পরিবারকে এককালীন ৫হাজার টাকা অনুদান সহাযতা প্রদান করা হয়।
Leave a Reply