সাঁথিয়া প্রতিনিধি :
পাবনার সাঁথিয়ায় এক মাদক সেবীকে ভ্রাম্যমান আদালতে জেল ও জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মনিরুজ্জামান। মাদকসেবী উপজেলার নন্দনপুর ইউনিয়নের বোয়াইলমারী গ্রামের কামাল হোসেনের ছেলে আবুল কাশেম (৪৫)।
জানা যায়,সোমবার(৯জানুয়ারী)দুপুরে পাবনা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রনের ওসি শাহ জালালের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে বোয়াইলমারী গ্রামে অভিযান চালিয়ে কাশেমের নিজ বাড়ী থেকে মাদক দ্রব্য (হেরোাইন) সেবন অবস্থায় তাকে আটক করে। পরে ভ্রাম্যমান আদালতে আবুল কাশেমকে তিন মাসের জেল ও একশত টাকা জরিমানা আদায় করে জেল হাজতে প্রেরন করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন এ.এস.আই আবদুল ওহাব পারভেজ।
Leave a Reply