সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জের জগন্নাথপুরে দিনব্যাপী অভিযান চালিয়ে বিস্ফোরক তৈরীর বিপুল পরিমান সরঞ্জামাদি উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
আজ(০৮জানুয়ারি) রবিবার সকাল ১১টা থেকে দিনব্যাপী অভিযান চালিয়ে জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নের দিঘলবাক আটঘর গ্রামে আখলাকুর রহমানের বাড়ি থেকে বিস্ফোরক তৈরীর বিপুল পরিমান সরঞ্জামাদি উদ্ধার করে পুলিশ।
পুলিশ সূত্রে জানাযায়, দুজন পুলিশ জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দিগলবাক আটগাও গ্রামের আখলাকুর রহমানের বাড়ীতে নোটিশ নিয়ে গেলে তার ছেলে সাদিকুর রহমান আফজল (৩২) পুলিশ দেখে দৌড়ে পালিয়ে যায়। পুলিশ ও এলাকাবাসীর ধারণা তার বাড়ীতে বোমা তৈরির সরঞ্জাম রয়েছে। সেই সন্দেহে পুলিশ দিনব্যাপী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিস্ফোরক তৈরীর সরঞ্জাম, বিস্ফোরক জাতীয় পাউডার ও বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস উদ্ধার করে।
এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবু সাঈদ প্রেস রিলিজের মাধ্যমে গণমাধ্যমকে জানান, আমরা অভিযান চালিয়ে বিস্ফোরক তৈরীর বিপুল পরিমান সরঞ্জামাদি উদ্ধার করতে পেরেছি। বাড়ির মালিক পলাতক রয়েছে, ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। আপাতত উদ্ধার অভিযান সমাপ্ত।
Leave a Reply