মোঃ জুলহাস উদ্দিন হিরো, শেরপুর প্রতিনিধি,
শেরপুরে ঝিনাইগাতী উপজেলার পাইকুড়া এ আর পি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর নবী আজাদের চাকরির মেয়াদ শেষ হলেও দায়িত্ব না ছাড়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। প্রধান শিক্ষক নূরনবী আজাদের চাকরির সর্বোচ্চ বয়সসীমায় গত ৩১শে ডিসেম্বর ২০২২ সালে শেষ হলেও এখনও ওই প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক পদে বহালতবিয়তে রয়েছেন তিনি ।
জানা গেছে, মোঃ নুর নবী আজাদের জাতীয় পরিচয়পত্রে জন্ম তারিক ১ জানুয়ারী ১৯৬৩ সাল। সে অনুযায়ী ৩১ ডিসেম্বর তাকে অবসরে যাওয়ার কথা। কিন্তু তিনি তা না করে নতুন করে জন্ম তারিক ১০ সেপ্টেম্বর ১৯৬৪ সাল দেখিয়ে অপর একটি জাতীয় পরিচয়পত্র নং (৩৭২০১৮৮৪০২) তৈরি করে চাকুরিতে বহাল থাকতে নানা কৌশল ও প্রভাব খাটিয়ে আসছেন বলে অভিযোগ রয়েছে।
উল্লেখ্য,মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর কর্তৃক ২০২২ সালের ২৭ অক্টোবর জারিকৃত পরিপত্রে (স্মারক নং- ওএম/৭৪/ম/১৪-১৭৮৪) বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২১ উল্লেখপূর্বক বলা হয়েছে যে, বিধি অনুযায়ী ৬০ বছর পূর্তিতে প্রধান শিক্ষক দায়িত্ব থেকে অব্যাহতি নেবেন এবং অবসরে যাবেন।
কিন্তু নূরনবী আজাদ সরকারি নিয়মের তোয়াক্কা না করে অবৈধভাবে জাতীয় পরিচয়পত্রে বয়স কনিয়ে চাকুরিতে বহাল থাকার পাঁয়তারা করে আসছেন।
এব্যাপারে পাইকুড়া এ আর পি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর নবী আজাদের সাথে কথা হলে তিনি বলেন চাকুরি নেয়ার সময় জাতীয় পরিচয়পত্রের জন্ম তারিখটি সঠিক ছিল না। তাই জাতীয় পরিচয়পত্র সংশোধন করে নতুন ১০ সেপ্টেম্বর ১৯৬৪ সাল সঠিক জন্ম তারিক নির্নয় করা হয়েছে।
ঝিনাইগাতী উপজেলা শিক্ষা কর্মকর্তা মো,মোস্তফা কামাল বলেন নিয়ম অনুযায়ী ৩১ ডিসেম্বর ২২ সালে প্রধান শিক্ষক নুর নবী আজাদের চাকুরির মেয়াদ শেষ হয়েছে। তাকে আর চাকুরিতে বহাল থাকার কোন সুযোগ নেই। তিনি আরো বলেন নিয়ম অনুযায়ী উক্ত বিদ্যালয়ের সিনিয়র সহকারী প্রধান শিক্ষকের কাছে তার দায়িত্ব দিয়ে তিনি অবসরে যাবেন। তিনি তা না করলে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে।
সংবাদদাতা, মোঃ জুলহাস উদ্দিন হিরো,
শেরপুর প্রতিনিধি,
Leave a Reply