অভয়নগর (যশোর) প্রতিনিধি
যশোরের অভয়নগরে সরকারী সম্পত্তি দখল করে পাকা দোকান নির্মাণের অভিযোগ উঠেছে উপজেলার কাদিরপাড়া গ্রামের মৃত মনজেল বিশ্বাসের ছেলে নাসির উদ্দীন বিশ্বাসের বিরুদ্ধে। গতকাল শনিবার সকাল থেকে হঠাৎ ইট, বালি, খোয়া সিমেন্ট এনে দোকান নির্মাণ শুরু করেন তিনি। পরে খবর পেয়ে তালতলা ইউনিয়ন ভুমি কর্মকর্তা ইকবাল হোসেন এসে কাজ বন্ধ করে দেন। জানা যায়, ৪ নং পায়রা ইউনিয়ন ও ৩নং চলিশিয়া ইউনিয়নে পেরীফেরীভূত পায়রাবাজারটির অবস্থান। বাজারের সূচনালগ্ন থেকে কোটা মৌজার ১ নং খতিয়ানের ৩১২৬ দাগে একটি কাঠের দোকান দিয়ে মুদি দোকানী নাসির ভোগদখল করে আসছিল। সম্প্রতি সে কাঠের দোকান ভেঙ্গে পাকা দোকান নির্মাণ শুরু করলে বিষয়টি নজরে আসে স্থানীয় ভুমি অফিসের। পরে উপজেলা ভুমি অফিসের নির্দেশে নির্মাণকাজ বন্ধ করে দেওয়া হয়। এমনকি ঘটনাস্থল সরাসরি পরিদর্শন করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি থান্দার কামরুজ্জামান। কিন্তু ভূমি অফিসের নির্দেশ উপেক্ষা করে পাকা দোকান নির্মাণ শুরু করে। তালতলা ভূমি অফিসের কর্মকর্তা ইকবাল হোসেন জানান, এর আগেও নির্মাণ কাজ বন্ধ রাখতে বলা হয়েছিল, তা না মেনে আবার কাজ শুরু করায় এসিল্যান্ডের (সহকারী কমিশনার ভূমি) নির্দেশে কাজ বন্ধ করে দিয়েছি। এব্যাপারে জানতে চাইলে নাসির উদ্দীন জানান, আমি বৈধ সকল কাগজপত্র তৈরি করেছি, এবং এসিল্যান্ডের অনুমতি নিয়ে কাজ শুরু করেছি। বৈধ কাগজপত্র দেখতে চাইলে তিনি কোন কাগজপত্র দেখাতে পারেননি। এব্যাপারে জানতে চাইলে অভয়নগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) থান্দার কামরুজ্জামান বলেন, আমি তাদেরকে কোন অনুমতি দেইনি বরং কাজ বন্ধ করতে নির্দেশ দিয়েছি। তবে তারা জমিটি ইজারা নিতে উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি আবেদন করেছেন।
Leave a Reply