নড়াইল প্রতিনিধিঃ
নড়াইল সদর পৌরসভার মেয়র ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আঞ্জুমান আরার দায়ের করা চাঁদাবাজীর মামলায় বেকসুর খালাস পেয়েছেন সাবেক ছাত্রলীগ নেতা উচ্ছাস, শাওন, ও নীলয় রায় বাঁধন।
গত ৫ ই জানুয়ারি২০২৩ ইং নড়াইল আদালতের বিজ্ঞ বিচারক স্বাক্ষ প্রমান শেষে সাবেক ছাত্রলীগ নেতাদের বিরুদ্ধে পৌরমেয়রের আনীত অভিযোগ প্রমানীত না হওয়ায় তাদের বেকসুর খালাসের রায় দেন বলে বিষয়টি নিশ্চিত করেছেন নড়াইল কোর্টের পিপি ইমদাদুল ইসলাম।
এর পূর্বে গত ২৬ এপ্রিল ২০২২ ইং শহরের পুরাতন বাস টার্মিনালে পৌরসভার অস্থায়ী কার্যালয়ে বাংলা বর্ষ ১৪২৯ সালের জন্য হাট-বাজার, টার্মিনাল ইজারা সংক্রান্ত সভা চলার সময়
দুপুর ১টা ৩০ মিনিটের দিকে জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নিলয় রায় বাঁধনসহ ৮/১০জন মেয়রের কার্যালয়ে ঢুকে অকথ্য ভাষায় গালাগাল করে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে পৌর মেয়রকে হত্যাসহ পৌরসভায় প্রবেশ করতে না দেওয়ার হুমকি দেয় বলে অভিযোগ করেন পৌরমেয়র।
ঘটনার দিন রাতেই মেয়র বাদী হয়ে উচ্ছাস, শাওন ও জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নিলয় রায় বাঁধনসহ অজ্ঞাত ৮/১০জনকে আসামি করে নড়াইল সদর থানায় একটি মামলা দায়ের করেন।