1. emon@frilix.com : Emon Hasan : Emon Hasan
  2. editormrahman80@gmail.com : Mizanur Rahman : Mizanur Rahman
  3. info@www.janatarkatha24.com : admin :
  4. wpapitest@config.com : wpapitest :
বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, ০৩:২৭ অপরাহ্ন
শিরোনাম:
বন্দর’র সর্বোচ্চ শত কোটি টাকা অর্জনে মেয়র শাহাদাত প্রসংশিত রাজশাহীর বাঘায় ভুট্টা ক্ষেতে রক্তাক্ত অবস্থায় চাঞ্চল্যকর যুবক হত্যাকান্ডের একমাত্র আসামী গিয়াস‘কে ঢাকার আশুলিয়া হতে গ্রেফতার করেছে র‌্যার-৫ ঝিনাইগাতীতে কূপ সংস্কার করতে গিয়ে নিহত পরিবারের পাশে দাঁড়ালেন ইউএনও নড়াইলে পুলিশের অভিযানে ৩০০ গ্রাম গাঁজাসহ ০১ জন গ্রেফতার শেরপুরে মাই টিভির ১৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাংবাদিক শুভ’র উপর হামলার ঘটনায় প্রধান আসামি সহ র‌্যাবের হাতে গ্রেফতার- ২ দ্রুত পদক্ষেপে সাংবাদিক মহলে স্বস্তি তুলারামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে মডেল স্কুলে রূপান্তরের লক্ষ্যে মতবিনিময় সভা শেরপুরের সীমান্তে বন্যহাতি তাড়াতে জ্বালানী তেল এবং টর্চ লাইট বিতরণ জয়পুরহাটের বুনখুর এলাকা থেকে ৪২ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী জুলহাস এবং কাজলকে গ্রেফতার করেছে র‌্যাব-৫ রাজশাহী মহানগরীর বোয়ালিয়া এলাকা হতে ছিনতাই, চাঁদাবাজ সহ সংঘবদ্ধ অপরাধ চক্রের মূলহোতা জয় এবং কথিত ‘ইমন গ্যাং’ চাঁদাবাজ গ্রুপের নেতা ইমনকে গ্রেফতার করেছে র‌্যাব-৫।
শিরোনাম:
বন্দর’র সর্বোচ্চ শত কোটি টাকা অর্জনে মেয়র শাহাদাত প্রসংশিত রাজশাহীর বাঘায় ভুট্টা ক্ষেতে রক্তাক্ত অবস্থায় চাঞ্চল্যকর যুবক হত্যাকান্ডের একমাত্র আসামী গিয়াস‘কে ঢাকার আশুলিয়া হতে গ্রেফতার করেছে র‌্যার-৫ ঝিনাইগাতীতে কূপ সংস্কার করতে গিয়ে নিহত পরিবারের পাশে দাঁড়ালেন ইউএনও নড়াইলে পুলিশের অভিযানে ৩০০ গ্রাম গাঁজাসহ ০১ জন গ্রেফতার শেরপুরে মাই টিভির ১৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাংবাদিক শুভ’র উপর হামলার ঘটনায় প্রধান আসামি সহ র‌্যাবের হাতে গ্রেফতার- ২ দ্রুত পদক্ষেপে সাংবাদিক মহলে স্বস্তি তুলারামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে মডেল স্কুলে রূপান্তরের লক্ষ্যে মতবিনিময় সভা শেরপুরের সীমান্তে বন্যহাতি তাড়াতে জ্বালানী তেল এবং টর্চ লাইট বিতরণ জয়পুরহাটের বুনখুর এলাকা থেকে ৪২ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী জুলহাস এবং কাজলকে গ্রেফতার করেছে র‌্যাব-৫ রাজশাহী মহানগরীর বোয়ালিয়া এলাকা হতে ছিনতাই, চাঁদাবাজ সহ সংঘবদ্ধ অপরাধ চক্রের মূলহোতা জয় এবং কথিত ‘ইমন গ্যাং’ চাঁদাবাজ গ্রুপের নেতা ইমনকে গ্রেফতার করেছে র‌্যাব-৫।

আমি গনিত পড়াই ভাতৃত্বের টানে টাকার জন্যে না-কনক/ বেরোবিতে একক প্রচেষ্টায় বিনা মূল্যে গনিত শিক্ষা

রিপোটারের নাম
  • প্রকাশিত : রবিবার, ১৫ জানুয়ারী, ২০২৩
  • ২৮ বার পড়া হয়েছে

 

সিদ্দিকুর রহমান,সিদ্দিক বেরোবি:
গণিত কেবল সত্যই প্রকাশ করে না, তার মধ্যে রয়েছে অনন্ত সৌন্দর্য। আর এই সৌন্দর্যকে সবার মাঝে তুলে ধরেতে এবং গনিতের ভীতি দুর করতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) শিক্ষার্থী ওবায়দুর কনক নিজ উদ্যোগে প্রায় ৪ শতাধিক শিক্ষার্থীকে বিনা মূল্যে গনিত শিক্ষা দিয়ে আসছেন।

তিনি বলেন , আমি এই কাজ বিগত ৫ মাস ধরে করে আসছি ।আর আমি মনে করি নিজের ভাই বোনকে পড়লে যেমন কেউ মূল্য নেয় না,ঠিক তেমনি ভাবে আমি সবাইকে গনিত পড়াই ভাতৃত্বের টানে টাকার জন্যে না । আর সেই জন্য আমি কারো কাছে কোন পারিশ্রমিক গ্রহণ করি না।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি’র) ফাইন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের চতুর্থ ব্যাচের সপ্নবাজ শিক্ষার্থী গনিত প্রেমী ওবায়দুর কনক । তিনি বিগত ৫ মাস ধরে বর্তমান অবধি বেরোবি ক্যাম্পাসে প্রায় ৪ শতাধিক শিক্ষার্থীকে বিনা মূল্যে প্রতি বরি, মঙ্গল ও বৃহস্পিবার গনিত পাঠদান করে আসছেন। যা বেরোবি শিক্ষার্থীদের স্বপ্ন পূরণে আরো একধাপ এগিয়ে নিয়ে যাবে বলে তিনি আশাবাদী।

এই বিষয়ে জানতে চাইলে জেন্ডার এন্ড ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মোত্তালেব হোসেন বলেন, ”আমি ওবায়দুর কনক ভাইয়ের গনিত ক্লাস নিয়মিত করি ৷ তার ক্লাসের মাধ্যমে আমি অনেক উপকৃত হচ্ছি ৷ তার শেখানোর ধরন অনেক সহজ এবং প্রানবন্ত ৷ আমি মনে করি ভাইয়ের গনিত ক্লাস যদি কেউ নিয়মিত করে,তার গনিতের ভীতি অনেকটাই দূর হবে ইনশাআল্লাহ ৷ আমি ভাইয়ের উত্তোরত্তর সাফল্য কামনা করি ৷”

দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী সুমাইয়া পারভীন বলেন, “আমি ওবায়দুর কনক ভাইয়ার গনিত ক্লাসের একজন নিয়মিত ছাত্রী। নিয়মিত হওয়ার পেছনে একটি গল্প আছে। শুরু থেকেই গনিত আমার একটি ভালোলাগা এবং আগ্রহের জায়গা। তাই আমি চেয়েছিলাম একজন দক্ষ ব্যক্তির সান্নিধ্যে গণিতের চর্চা করতে । সেই উদ্দেশ্যেই আমি ভাইয়ার প্রথম ক্লাস করতে যাই, এবং এখন নিয়মিত প্রতিটি ক্লাস মনযোগ সহকারে করি । তার শেখানোর পদ্ধতি অত্যন্ত চমৎকার, যা আমার গণিতের বড় বড় সমস্যাগুলো খুব দ্রুত সমাধান করতে সাহায্য করছে। তার এই মহতী উদ্যোগ সত্যিই প্রশংসার দাবীদার। ওবায়দুর কনক ভাইয়ার সর্বাঙ্গীণ সফলতা ও দীর্ঘায়ু কামনা করছি।”

সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মো: আনিসুর রহমান বলেন, “আমি বিশ্ববিদ্যালয় এর একটি ফেসবুক গ্রুপের মাধ্যমে ওবায়দুর কনক ভাইয়ের মহৎ উদ্যোগ এর কথা জানতে পারি। গণিত এর প্রতি ভয় অনেক আগে থেকেই কাজ করতো। যার ফলে ভালোভাবে গণিত শেখার সাহস করা হয়নি কখনোই । কিন্তু এখন তো জব প্রিপারেশন এর জন্য করতেই হবে। তাই কোনো কিছু না ভেবেই গেলাম ভাইয়ার ক্লাসে। আমি ভাইয়ার গনিত ক্লাস নিয়মিত করি ৷ তার ক্লাসের মাধ্যমে আমার গণিতের প্রতি ভীতি দূর হচ্ছে, নতুন নতুন অনেক জানা অজানা বিষয় জানতে ও বুঝতে পাচ্ছি আলহামদুলিল্লাহ্ ৷ তার শেখানোর ধরন অনেক সহজ এবং সাবলীল৷ আমি মনে করি, যদি কেউ ভাইয়ার প্রতিটি গনিত ক্লাস নিয়মিত করে, তার গনিতের প্রতি ভীতি দূর হবে ইনশাআল্লাহ৷ ওবায়দুর কনক ভাইয়ের এমন নিঃস্বার্থ উদ্যোগ বর্তমান সময়ে বিরল। যা আমাদের পরবর্তী প্রজন্মকে ভালো কিছু করার উৎসাহ যোগাবে।”

তরুণ প্রজন্মের এই স্বপ্নবাজ বলেন “আমার উদ্যেশ্য হচ্ছে- আমার বিশ্ববিদ্যালয়ের ছোট ভাই-বোনদের গণিত শিখতে উৎসাহিত করা । যাতে গ্রাজুয়েশন শেষ করার আগেই গণিতে তাদের মোটামুটি ধারণা তৈরি হয় । এছাড়া তাদের কাছে গণিতকে সহজভাবে উপস্থাপন করে। তাদের ভেতরের গণিত ভীতিটা আছে সেটা দূর করা । এই প্লাটফর্মটা আমি তৈরি করে দিয়ে গেলাম , কিন্তু এটা ধরে রাখার দায়িত্ব বর্তমান এবং ভবিষ্যৎ শিক্ষার্থীদের উপর ন্যস্ত থাকবে । হয়তো আমার জব হলে আমি চলে যাব কিন্তু আমার জায়গায় অন্য আর একজন স্বেচ্ছাসেবী এসে গণিত শেখার এ ধারা অব্যাহত রাখবে। এভাবেই এটা একদিন ক্যারিয়ারভিত্তিক বড় সেবামূলক প্লাটফর্ম হিসেবে গড়ে উঠবে যার সুফল ভোগ করবে এই বিশ্ববিদ্যালয়ের বর্তমান এবং ভবিষ্যৎ শিক্ষার্থীরা । একটা সময় দেখা যাবে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সব জায়গায় তাদের মেধার স্বাক্ষর রেখে জব সেক্টরে নিজেদের শক্ত অবস্থান নিশ্চিত করবে। মূলত এটিই আমার উদ্যেশ্য , আমি প্রায় ৫ মাস ধরে এটা চালিয়ে যাচ্ছি এবং আমার সাধ্যানুযায়ী সেবা দেয়ার চেষ্ঠা করছি। বর্তমানে আমার প্রায় ৪০০ জন শিক্ষার্থী রয়েছে ।”

গণিত ভীতিকে মনোরোগবিদরা বলছেন, এটি একটি চিকিৎসাযোগ্য মানসিক সমস্যা। এই সমস্যায় ভুক্তভোগী ব্যক্তি গণিতে যে ভালো করতে পারেন, এমন অসংখ্য উদাহরণ রয়েছে।এছাড়া ভয়ের কারণগুলোকে ভেঙে সমাধানের সূক্ষ্ম উপায় বের করার কথাও বলছেন মনোরোগবিদরা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Copyright © 2024 Frilix Group
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD