নিউজ ডেস্ক :
শিক্ষার যেকোনো স্তরে শিক্ষার্থীদের ফরম পূরণের ক্ষেত্রে অভিভাবক হিসেবে বাবার নাম উল্লেখে যে বাধ্যবাধকতা ছিল, তা আর থাকছে না। বাবা অথবা মা অথবা আইনগত অভিভাবক, এই তিন বিকল্পের যেকোনো একটি উল্লেখ করলে চলবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট।
প্রায় দশক আগের এসংক্রান্ত রিট জারি করা রুল যথাযথ ঘোষণা করে মঙ্গলবার এ রায় দিয়েছেন বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি মো. খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চ।
আদালতে রুলের পক্ষে শুনানি করেন আইনজীবী আইনুন নাহার সিদ্দিকা, আইনজীবী এস এম রেজাউল করিম এবং আইনজীবী আয়েশা আক্তার। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাশগুপ্ত।
আইনজীবী আইনুন নাহার সিদ্দিকা লিপি বলেন, ১৪ বছর আগে যখন রিটটি ফাইল করা হয়, তখন একজন শিক্ষার্থীকে অভিভাবক হিসেবে বাবার নাম উল্লেখ করতে হতো। এরপর মায়ের নাম উল্লেখ করতে হতো। মায়ের নাম উল্লেখ করা বাধ্যতামূলক ছিল না। ফলে একজন শিক্ষার্থী চাইলেই বাবার নাম উল্লেখ না করে মায়ের নাম উল্লেখ করতে পারতেন না। হাইকোর্টের এ রায়ের ফলে বাবা অথবা মা অথবা আইনগত অভিভাবকের মধ্যে যেকোনো একটি উল্লেখ করলেই চলবে।
Leave a Reply