মোঃ মিলন মোল্লা, মানিকগঞ্জ প্রতিনিধি:
মানিকগঞ্জের হরিরামপুরে পদ্মা নদী থেকে অবৈভাবে বালু উত্তোলন কাজে ব্যবহৃত ৩,৬০,০০,০০০ (তিন কোটি ষাট লক্ষ) টাকা মূল্যের ০৩ টি ড্রেজারসহ ৭ জনকে গ্রেফতার করে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) টিম।
গত বুধবার ২৫ জানুয়ারি রাত সাড়ে ১১টার দিকে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ইনচার্জ, পুলিশ পরিদর্শক মোহাম্মদ মোশাররফ হোসেন এর তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়।
বৃহস্পতিবার রাত ৯ দিকে মানিকগঞ্জ জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এক প্রেসবিজ্ঞপ্তিতে জানা যায়, মানিকগঞ্জের পুলিশ সুপার মোহাম্মাদ গোলাম আজাদ খান (পিপিএম-বার) এর দিক নির্দেশনায় এসআই (নিঃ) হাকিম মোল্লার নেতৃত্বে হরিরামপুরের ধুলশুড়া ইউনিয়নের আবিধারা এলাকায় পদ্মা নদী থেকে অবৈধ বালু উত্তোলনের কাজে ব্যবহৃত ৩টি ড্রেজারসহ ৭ জনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, ভোলার সদর উপজেলার চরপাতা পশ্চিম ইলিশা গ্রামের মোঃ নাছির মোল্লার ছেলে মোঃ মনির হোসেন (২৫) ও পূর্ব চর নন্দনপুর পশ্চিম ইলিশা গ্রামের আ. মালেক বেপারীর ছেলে মো. ইউসুফ (২৪), গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার তারাশী হিরন গ্রামের মৃত আঃ আজিজ শেখের ছেলে মোঃ আঃ সালাম (৫৫), বরিশাল জেলার মেহেন্দীগঞ্জ উপজেলার চর দাইয়া আলিমাবাদ গ্রামের মৃত জামাল রাঢ়ীর ছেলে মোঃ সাইফুল ইসলাম (৩২) ও গাগরিয়া আলিমাবাদ গ্রামের মৃত আবুল কাশেম মাঝির ছেলে মোঃ জিয়াউর রহমান (৩৫), পিরোজপুর জেলার নেছারাবাদ স্বরুপকাঠি উপজেলার সোহাগদল গ্রামের মোঃ বাবুল মিয়ার ছেলে মোঃ ইয়াছিন ওরফে মুন্না (২২) এবং নারায়নগঞ্জের সোনারগাও উপজেলার আলবদীন উলুকান্দি মাদ্রাসা গ্রামের মোঃ বজলু রহমানের ছেলে মোঃ আক্তার কাজী (৩৫)।
বাম থেকে
এ সময় ঘটনাস্থল থেকে অবৈধ ভাবে বালু উত্তোলনে ব্যবহৃত একটি নীল রংয়ের ইঞ্জিন চালিত ড্রেজার “এমবি বড় পীড়ের দোয়া ড্রেজার,” যার আনুমানিক মূল্য অনুমান=১,২০,০০,০০০ (এক কোটি বিশ লক্ষ) টাকা, একটি সবুজ রংয়ের ইঞ্জিন চালিত ড্রেজার, “এম নং-০-১৩৬৯৮, স্বপ্নের বাংলা ড্রেজার”, যার আনুমানিক মূল্য =১,২০,০০,০০০ (এক কোটি বিশ লক্ষ) টাকা, ও একটি নীল রংয়ের ইঞ্জিন চালিত ড্রেজার, “এমবি এম-০-০১৩৬৯৮ স্বপ্নের বাংলা ড্রেজার”, যার আনুমানিক মূল্য ১,২০,০০,০০০ (এক কোটি বিশ লক্ষ) টাকাসহ মোট ৩,৬০,০০,০০০ (তিন কোটি ষাট লক্ষ) টাকা মূল্যের তিনটি ড্রেজার উদ্ধার করে আটক করা হয়।
এ ব্যাপারে হরিরামপুর থানায় ১টি মামলার প্রক্রিয়া চলছে বলেও প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়।
Leave a Reply