সাঁথিয়া (পাবনা) প্রতিনিধিঃ
শনিবার (২৮ জানুয়ারি) দুপরে পাবনার সাঁথিয়া ফাউন্ডেশনের সভাপতি, সাঁথিয়া উপজেলা আ’লীগের সাবেক সভাপতি, পাবনা জেলা আ’লীগের সাবেক সদস্য, বিআরডিবির সাবেক চেয়ারম্যান, গৌরীগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মরহুম মোজাম্মেল হক খানের স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠান ফাউন্ডেশনের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে।
ফাউন্ডেশন কার্যালয়ে আলোচনা সভায় ফাউন্ডেশনের যুগ্ম-সম্পাদক অধ্যক্ষ (অবঃ) আশরাফুল আলম মজনুর সঞ্চালনায় বক্তব্য রাখেন, ফাউন্ডেশনের সভাপতি ও সাঁথিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ার, ফাউন্ডেশনের সাধারন সম্পাদক ডাঃ মনসুরুল ইসলাম, আমেরিকা বঙ্গবন্ধু পরিষদের সহ-সভাপতি ও পেনসিল ভেনিয়া ষ্টেট আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুল হাই মিয়া, গৌরীগ্রাম ইউপি চেয়ারম্যান আব্দুল ওহাব মাষ্টার, সাঁথিয়া সরকারী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ দিবাকর কুমার ঘোষ, শুশিল কুমার দাস, সহকারী অধ্যাপক রাশেদ সালাহ উদ্দিন বাবু, তসলিম উদ্দিন, অ্যাডভোকেট শাহাদত হোসেন বকুল, আব্দুল্লাহ আল মাহমুদ আলমাস, গৌরীগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরিয়ত উল্লাহ, শাসুজ্জামান বকু, আবুল কাশেম খান, সাঁথিয়া প্রেস ক্লাবের সহ-সভাপতি প্রভাষক জালাল উদ্দিন, আবুল কাশেম মোহরি, আব্দুল লতিফ, মরহুমের সন্তান রিয়াদ সাদিক রাসেল, ব্যাংকার বুলবুল আহম্মেদ, শামীম প্রমুখ। দোয়া পরিচালনা করেন মাওলানা আবু ইউসুব।
উল্লেখ্য,গত শুক্রবার (২০জানুয়ারি) বিকেল ৪টায় স্ট্রোকজনিত কারনে ঢাকা শ্যামলী সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
Leave a Reply