সুমন খন্দকার, ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি:
জামালপুরের সরকারি ইসলামপুর কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাসের উদ্বোধন করা হয়েছে।
বুধবার সরকারি ইসলামপুর কলেজের শিক্ষক পরিষদের আয়োজনে কলেজ হল রুমে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ ও ওরিয়েন্টেশন ক্লাসের উদ্বোধন করা হয়।
ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বিভাগীয় প্রধান জোবায়েদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ ফরিদ উদ্দিন আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শিক্ষক পরিষদের সম্পাদক মোহাম্মদ আহসান হাবিব রাজা ও বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন-শিক্ষাই জাতির মেরুদন্ড। শিক্ষার্থীদের বড় বড় স্বপ্ন দেখতে হবে। সেই স্বপ্ন পূরণের জন্য এখন থেকেই কাজ করতে হবে। আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলায় নিজেদের দক্ষ ও যোগ্য করে তাদের গড়ে তুলতে হবে। গণিত, ইংরেজি ও বাংলাতেও তাদের দক্ষতা অর্জন করা জরুরি।
নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, 'একটি মোমবাতি থেকে লক্ষ লক্ষ মোমবাতি জ্বালানো যায়। তেমনি তোমরা সারাদেশে শিক্ষার আলো ছড়িয়ে দেবে। তোমরা মাদক থেকে দূরে থাকবে।' তিনি মাদকাসক্তির বিরুদ্ধে শিক্ষার্থীদের রুখে দাঁড়ানোর আহবান জানান।
এতে কলেজের বিভিন্ন বিভাগের বিভাগের বিভাগীয় প্রধানগণ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক এ.এম. আনিছুর রহমান।
সুমন খন্দকার
ইসলামপুর,জামালপুর।
০১.০২.২৩