তাসলিমা আক্তার, বেরোবি প্রতিনিধি:
অমর একুশে বই মেলা '২০২৩'শে আসছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ও বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের বেরোবি শাখার সদস্য জেসমিন আক্তার বৃষ্টির লেখা প্রথম উপন্যাস। অমর একুশে বইমেলার ৩৬৭নং স্টলে বই মেলার প্রথম দিন থেকেই পাওয়া যাবে।
তার লেখা প্রথম প্রকাশিত বইটির নাম ছিল 'হঠাৎ বৃষ্টি' এবং তার লেখা দ্বিতীয় বই ও প্রথম উপন্যাস 'আজব প্রেম'।বইটির প্রচ্ছেদ করেছেন মনজুরুল ইসলাম মনজু।বইটি প্রকাশ করেছেন টুম্পা প্রকাশনী।বইটিতে লেখিকার কল্পিত প্রতিভা সাবলীল ভাষায় প্রকাশিত হয়েছে।
লেখিকার জন্ম ২০০৩ সালের ৩ রা জুন রংপুর জেলার অন্তর্ভুক্ত জানকী ধাপের হাট গ্রামে।তার পিতা মো: জাহিদুল ইসলাম এবং মাতা মোছা: রওশোনা বেগম।
নতুন বই সম্পর্কে জেসমিন আক্তার বৃষ্টি বলেন, 'হঠাৎ বৃষ্টি 'বইয়ের পর লেখা এটি তার দ্বিতীয় প্রকাশিত বই এবং তার লেখা প্রথম উপন্যাস। একজন নবীন লেখিকা হিসেবে বইটি পাঠক কর্তৃক সমাদৃত হলে তার পরিশ্রম সার্থক হবে বলে জানান তিনি।তার বিশ্বাস বইটি প্রতিটি পাঠকের মনকে আকৃষ্ট করবে এবং বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মকে আলোকিত করবে।
তিনি আরো জানান,
একুশে_বইমেলা_২০২৩
প্রকাশনীঃ"টুম্পা প্রকাশনী"
স্টল নংঃ৩৬৭
এবং এই_সকল_লাইব্রেরীতে তার বই_পাওয়া_যাবে।
১."বই তরঙ্গ"
লালবাগ,রংপুর।
২."ফ্রেন্ডস লাইব্রেরী এন্ড পাবলিকেশন্স"
স্টেশন রোড(শাহী মসজিদের সম্মুখে),রংপুর।
৩."টাউন স্টোর্স"
স্টেশন রোড,রংপুর।