মোঃ জুলহাস উদ্দিন হিরো,
শেরপুর প্রতিনিধিঃ জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে শেরপুর জেলা শিশু একাডেমির আয়োজনে শিশুদের বই পড়া প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে জেলা শিশু একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। প্রতিযোগিতায় পৃথক দুটি গ্রুপে ৬ জন বিজয়ীকে পুরস্কৃত করা হয়।
পুরস্কার বিতরণী আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন শেরপুর সরকারী কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক সখিনা আক্তার।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা শিশু একাডেমির শিশু বিষয়ক কর্মকর্তা আসলাম খান, সরকারী বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও লেখক জ্যোতি পোদ্দার, গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদের সভাপতি কবি ও সাংবাদিক রফিক মজিদ।
জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আসলাম খান জানায়, জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে শিশু একাডেমীর বই বিক্রয় কেন্দ্রের সকল বইয়ের উপর পঞ্চাশ ভাগ ছাড় দেয়া হয়েছে। এ ছাড় চলবে আগামী ৩ দিন পর্যন্ত।
সংবাদদাতা, মোঃ জুলহাস উদ্দিন হিরো,
শেরপুর প্রতিনিধি,
Leave a Reply