শেরপুর প্রতিনিধিঃ
সংবাদ প্রকাশের জের ধরে ভোরের কাগজের শেরপুর প্রতিনিধি খোরশেদ আলমকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানোর হুমকি দিয়েছেন মকরুল ইসলাম আকন্দ নামে এক বন কর্মকর্তা। তিনি শেরপুরের ঝিনাইগাতী উপজেলার রাংটিয়া ফরেষ্ট বিট কর্মকর্তা। ৫ ফ্রেব্রুয়ারি উপজেলা সদর বাজারের ধানহাটি মোড়ে তিনি এ হুমকি দেন।
উল্লেখ্য, গত ৬ জানুয়ারি দৈনিক ভোরের কাগজে শেরপুরে বন কর্মকর্তাদের বিরুদ্ধে ছাড়পত্র বানিজ্যের অভিযোগ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। উক্ত সংবাদ প্রকাশের পর থেকে ওই বন কর্মকর্তা সাংবাদিক খোরশেদ আলমের বিরুদ্ধে ফুঁসে উঠে। তিনি খোরশেদ আলমকে বন মামলায় জড়িয়ে হয়রানির হুমকি প্রদর্শন করে আসছিল।
ঘটনার দিন রবিবার রাত ৮ টায় বিট কর্মকর্তা মকরুল ইসলাম আকন্দের সাথে দেখা হলে গারো পাহাড়ে অবৈধভাবে পাথর উত্তোলনের বিষয়ে জানতে চাওয়া হলে তিনি রাগান্বিত হয়ে বলেন আপনি বনের বিরুদ্ধে লেখালেখি করেন কেন? বনের বিরুদ্ধে কোনো লেখালেখি করতে পারবেন না। বেশি বাড়াবাড়ি করলে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়ে দেব?।
জানা গেছে, ঝিনাইগাতী উপজেলার গজনী বিট এলাকার গান্দিগাঁও,চালচাটি, বাকাকুড়া, গজনীসহ বিভিন্ন স্থানে অবৈধভাবে পাথর ও বালু উত্তোলন করে বিভিন্ন স্থানে বিক্রি করা হচ্ছে। এ বিষয়ে বনকর্মকর্তা মকরুল ইসলাম আকন্দকে প্রশ্ন করা হলে তিনি রেগে গিয়ে এ হুমকি দেন। এ ব্যাপারে সাংবাদিকদের পক্ষ থেকে ময়মনসিংহ বিভাগীয় বন কর্মকর্তা মোঃ রুহুল আমীনের সাথে কথা হলে তিনি বিষয়টি দেখবেন বলে জানান
সংবাদদাতা, মোঃ জুলহাস উদ্দিন হিরো,
শেরপুর প্রতিনিধি,