আবু সাঈদ (স্পেসাল করসপনডেন্ট)
পাবনার জেলার সাঁথিয়ার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান, আফড়া আইডিয়াল একাডেমি উচ্চ বিদ্যালয় এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হয় ।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবং পুরস্কার বিতরণ করেন, আফড়া আইডিয়াল একাডেমি উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলাম।
প্রধান শিক্ষক তার বক্তব্যে বলেন, খেলা ধুলা মানুষের মনকে উৎফুল্ল রাখে এবং শরীরকে সুস্থ রাখে। তাই শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায় মনোযোগী হতে হবে।
তিনি আরো বলেন, একজন শিক্ষার্থীর স্বাভাবিক বিকাশের জন্য শিক্ষার্থী, অভিভাবক ও প্রতিষ্ঠানের গুরুত্ব অপরিসীম।
এ ক্ষেত্রে প্রত্যেককেই নিজ নিজ জায়গা থেকে দায়িত্ব পালন করতে হবে। দক্ষ, যোগ্য ও দেশপ্রেমিক নাগরিক গড়ে তুলতে প্রত্যেককেই পড়াশোনা পাশাপাশি খেলাধুলা করতে হবে।
সহকারী শিক্ষক মোঃ আবু সাঈদ এর সঞ্চালনায় এস এম আলমগীর হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন , এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ।
Leave a Reply