তাসলিমা আক্তার,
বেরোবি প্রতিনিধি:
‘মা' শব্দটা তুলনাহীন। সন্তানের মুখে হাসি ফোটানোর জন্য মা পৃথিবীর সব কিছু ত্যাগ করতে পারেন। নিজের জীবনের বিনিময়ে সন্তানের জীবন বাঁচিয়েছেন এমনও অনেক নজির রয়েছে। কিন্তু ছেলে মাকে বাঁচাতে কিডনি দেন এমন ঘটনা বিরল। আর মায়ের প্রতি ভালোবাসা থেকে এমনটাই করতে যাচ্ছেন,বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের 'ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইন্জিনিয়ারিং ' বিভাগের শিক্ষার্থী মো: মেহেদী হাসান। তবুও অর্থের অভাবে থেমে আছে প্রতিসস্থাপন। কিন্তু এর জন্য ৬০ লাখ টাকারও বেশি প্রয়োজন।
রংপুরের জেলার,তাজহাট থানার ,মোল্লা পড়া গ্রামের বাসিন্দা মো: ইয়াছিন আলীর (৫৫) ছোট ছেলে মো: মেহেদী হাসান (২২) ।মেহেদী বলেন , 'অভাবী সংসারে অনেক কষ্টে বন্ধু - বান্ধবের সহযোগিতায় প্রায় ২ লাখ টাকা যোগাড় করতে সক্ষম হয়েছি। বর্তমানে আমার মায়ের কিডনি ও লিভার প্রতিসস্থাপন করা অতীবও জুরুরি । কিন্তু এর জন্য ৬০ লাখ টাকারও বেশি প্রয়োজন।
মেহেদী আরো বলেন,'আমার মাকে বাঁচাতে চাই' আমি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইইই বিভাগের একজন শিক্ষার্থী।
আমার মা মোছাঃ মোবাশ্বেরা বেগম (৫০) গত পাঁচ বছর ধরে কিডনি ও লিভারের রোগে ভুগছেন। আমার বাবার জমি-জমা যা ছিল এমনকি গ্রামের বাড়ীভিটাসহ বিক্রি করে যে পরিমাণ অর্থের প্রয়োজন তা সংকুলাণ দেয়া সম্ভব হচ্ছে না। এই অর্থের জন্য আপনাদের সকলের সাহায্যের প্রয়োজন।
কিডনী দাতা আমি নিজে কিন্তু আমি আপনাদের নিকট আমার জন্য না, আমার মায়ের জন্য সাহায্যের জন্য হাত বাড়িয়েছি । মা ছাড়া সন্তানের নিজের জীবন কল্পনা করা কিরূপ ও কঠিন। আশা করি মানবিক বিষয়টি আপনারা সকলেই অনুধাবন করতে পারবেন । আমি আমার স্নেহতায়ী মাকে আমি বাঁচাতে চাই। আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ যে আমার মাকে বাঁচাতে আমাকে সাহায্য করুণ।
আর্থিক সাহায্যের জন্য -
বিকাশঃ 01797796588
01827669566
নগদঃ 01749125919
রকেটঃ 01521577838
Bank account—---.>>
NRBC Bank account No:
01303110001290
Janata Bank account No:
0100220765827
মোছা:তাসলিমা আক্তার
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়,রংপুর