শাকিল আহমেদ, নড়াইলঃ
মোঃ ইমন (১৫) ভ্যানচালক ইউনুস আলীর বড় ছেলে সে, বাশভিটা এলাকায় যশোর নড়াইল মহাসড়কের পাশে একটি খুপরি ঘরে থাকেন তাড়া। অভাবের তারনায় লেখা পড়া হয়নি তার, এই ছোট বয়সেই রাজ মিস্ত্রির কাজ শুরু করে ইমন।
গত ২ রা ফেব্রুয়ারি কাজ করতে গিয়ে পায়ে প্লেনসিট পরে ডান পায়ের লিগামেন্ট কেটে মারাত্নক আহত হয় সে।
নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে রেফার্ড করেন যশোর সদর হাসপাতালে।
সেখানে ৫ দিন চিকিৎসা শেষে ইমন এখন বাড়িতে। ১৪ দিন পর যশোর সদর হাসপাতালের ডাক্তার আ,ন, ম বজলুর রশিদ দেখা করতে বলেছেন।কারন ইমনের ছিরে যাওয়া লিগামেন্ট ঠিক করতে অপারেশন করতে হবে, এ জন্য প্রয়োজন প্রায় ৫০ হাজার টাকার। ইমন আহত হওয়ার পর থেকে এ পর্যন্ত খরচ হয়েছে ৩০ হাজার টাকা। যা ইমনের পরিবার ধার দেনা করে খরচ করেছে।
কিন্তু ১৪ দিন পরে অপারেশনের খরচ ৫০ হাজার টাকা এই হতদরিদ্র পরিবারটির পক্ষে জোগাড় করা সম্ভব না।
ইমনের মা কান্না জড়িত কন্ঠে সমাজের বিত্তবানদের কাছে তার ছেলের সুস্থতার জন্য আর্থিক সহায়তা চেয়েছেন। আর্থিক সহায়তা পাঠাবার বিকাশ নাম্বার,-+8801301703538( ইমনের নানা, আসাদ মোল্লা)।
Leave a Reply