সিদ্দিকুর রহমান সিদ্দিক,বেরোবি প্রতিনিধি:
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের ‘সিএসই’ স্পোর্টস চ্যাম্পিয়নশিপ ২০২৩ উদ্বোধন করা হয়েছে। সোমবার সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের ১নং খেলার মাঠে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান ড. মোঃ মিজানুর রহমান এই খেলার উদ্বোধন ঘোষণা করেন।
এর আগে (সিএসই) বিভাগের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা বিভিন্ন দলে বিভক্ত হয়ে দলীয় পতাকা হাতে কুচকাওয়াজের মাধ্যমে খেলার মাঠে প্রবেশ করে। এরপর জাতীয় সংগীত বাজিয়ে ক্রিকেট খেলা অনুষ্ঠিত হয়।
এ বিষয়ে (সিএসই) বিভাগের ১২ তম ব্যাচের শিক্ষার্থী রিশাদ নূর ক্যাম্পাসলাইভকে বলেন ‘এই স্পোর্টস চ্যাম্পিয়নশিপ আমাদের জন্য একটি উৎসব। এই ধরনের খেলার আয়োজন আমাদের মধ্যে সজীবতা নিয়ে এসেছে।’
(সিএসই) বিভাগের ১০ ম ব্যাচের শিক্ষার্থী শাম্মী আক্তার ক্যাম্পাসলাইভকে জানান, ‘আমাদের বিভাগের উদ্যোগে খেলায় অংশগ্রহণ করতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করছি। করোনার পর আমরা আবার মাঠে ফিরতে পেরেছি খুব ভালো লাগা কাজ করতেছে।’
৯ম ব্যাচের শিক্ষার্থী বর্ষা দাস বলেন ‘খেলাধুলা আমাদের শুধু আনন্দ দেয় না। খেলাধুলার মাধ্যমে আমাদের শুধু শারীরিক ব্যায়াম হয় না। এর মাধ্যমে আমরা মানুষিক প্রশান্তও লাভ করি। শরীর ও মন ভালো রাখতে খেলা ধুলার কোন বিকল্প হয় না।’
কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান ড. মো মিজানুর রহমান বলেন, ‘ জীবনে মানুষ কে উপযুক্ত করে গড়ে তুলবার জন্য খেলাধুলার ভূমিকা সবচেয়ে বেশি উল্লেখযোগ্য। আমি মনে করি খেলাধুলা সবার জন্য। সবার মাঠে যাওয়া উচিত, খেলাধুলা করা উচিত। আমি সবাইকে খেলোয়াড় হওয়ার জন্য বলছি না। আমি বলছি সুস্থ থাকার কথা। খেলাধুলাই পারে একটি সুস্থ জীবন দিতে। এখন প্রযুক্তি নির্ভর যুগে অনেক শিক্ষার্থীর মাঝে দেখি অনলাইন আসক্তি।আমরা আশা করি, এ আয়োজন শিক্ষার্থীরা উপভোগ করবে এবং শিক্ষার্থীদের মেধা বিকাশে সহায়ক হবে।’
এসময় বিভাগের শিক্ষার্থীরা মাঠে উপস্থিত ছিলেন।###
মো সিদ্দিকুর রহমান সিদ্দিক
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর
Leave a Reply