মোঃ জুলহাস উদ্দিন হিরো, শেরপুর প্রতিনিধি,
শেরপুরের ঝিনাইগাতীতে নানা আয়োজনে দিনব্যপি বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে মহান একুশে ফেব্রুয়ারি মাতৃভাষা দিবস পালিত হয় এবং দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে ২১ ফেব্রুয়ারি সোমবার রাত ১২টা ১ মিনিটে প্রথম প্রহরে ঝিনাইগাতী কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন ঝিনাইগাতী উপজেলা চেয়ারম্যান এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আল মাসুদ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল আলম ভূইয়া, উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ,ছাত্রলীগ,রিপোর্টার ক্লাবসহ বিভিন্ন সামাজিক ও সংস্কৃতিক সংগঠন ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এসময় শহিদদের আত্মার মাগফেরাত কামনা করে এক মিনিট নীরবে দাঁড়িয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। সকাল ১০ ছাত্র-ছাত্রীদের অংশগ্রহনে রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়।
দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আল মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আশরাফুল কবীর, কুষি কর্মকর্তা হুমায়ুন কবীর দিলদকর, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোস্তফা কামাল, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল আলম ভূইয়া।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা দুর্নীতি দমন প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব আবুল হাসেম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার শামছুল আলম, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক শাহ আলম, উপজেলা জাসদের সাধারণ সম্পাদক সামেদুল ইসলাম, প্রমুখ।
একাডেমিক সুপার ভাইজার আতিকুর রহমান তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা রাজনৈতিক দলের নেতা কর্মি ও জনপ্রতিনিধিরা অংশ গ্রহন করেন। পরে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। বিকালে প্যাসিফিক ক্লাবের উদ্যোগে আয়োজিত উপজেলা পরিষদ চত্বরে চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়।