মোঃ জুলহাস উদ্দিন হিরো, শেরপুর প্রতিনিধিঃ
শেরপুরে নানা আয়োজনে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে ২১ফেব্রুয়ারি মঙ্গলবার শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে কর্মসূচীর সূচনা করা হয়।
রাত ১২টা ১ মিনিটে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা মো.আতিউর রহমান আতিক এমপি, জেলা প্রশাসক সাহেলা আক্তার, পুলিশ সুপার মো: কামরুজ্জামান, পিবিএম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছানোয়ার হোসেন ছানু,পৌর মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহনাজ ফেরদৌস, জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার
নুরুল ইসলাম হিরু,
চেম্বার অব কমার্স, জেলা আইনজীবী সমিতি, শেরপুর প্রেসক্লাব, জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, যুবলীগ, জেলা মহিলা আওয়ামীলীগ, স্বেচ্ছাসেবক লীগ, জেলা ছাত্রলীগ, যুব মহিলা আওয়ামী লীগ, স্বাধীনতা চিকিৎসক পরিষদ, কবিসংঘ বাংলাদেশ, রেড ক্রিসেন্ট, পরিবেশবাদী সংগঠন সবুজ
আন্দোলন, সামাজিক সংগঠন আজকের তারুন্যসহ বিভিন্ন রাজনৈতিক,সামাজিক
সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনগুলো পুষ্পস্তবক অর্পণ করে।
ভোর থেকে বিভিন্ন সরকারী বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান, সংগঠন ও শিশু-কিশোর, নারী পুরুষ শহরের চকবাজারস্থ কেন্দ্রীয় শহীদ মিনার, ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শহীদ মিনারে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। এছাড়া বিভিন্ন কর্মসূচির মধ্যে ছিল ভাষাশহীদদের স্মরণে দোয়া মাহফিল আলোচনা সভা শিশুদের চিত্রাঙ্কন, বাংলা হাতের লেখা প্রতিযোগিতা।
এতে জেলা উপজেলার রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে পৃথক পৃথকভাবে বিভিন্ন কর্মসূচী আয়োজন করা হয়।