শাকিল আহমেদ,নড়াইলঃ
‘অন্ধকার থেকে মুক্ত করুক একুশের আলো’-এই শ্লোগান নিয়ে প্রতি বছরের ন্যায় এবারও শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষার জন্য জীবন উৎসর্গকারী শহিদদের স্মরণে নড়াইলে লক্ষাধিক মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন করা হয়েছে।
সূর্যাস্তের সঙ্গে সঙ্গে সম্মিলিত সাংস্কৃতিক জোটের শিল্পীদের গান পরিবেশনের মধ্য দিয়ে মঙ্গল প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন জনাব মোহাম্মদ হাবিবুর রহমান, জেলা প্রশাসক, নড়াইল।
২১ ফেব্রুয়ারি সন্ধ্যায় ‘জেলা প্রশাসন ও একুশের আলো’র উদ্যোগে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের কুড়িরডোপ মাঠে ভাষা শহিদদের স্মরণে এ আয়োজন করা হয়। দূর-দূরান্ত থেকে আসা হাজারো মানুষের ভিড়ে মুহূর্তেই অন্ধকার ছাপিয়ে মঙ্গল প্রদীপের আলোয় আলোকিত হয়ে যায় কুড়িরডোপ মাঠ।
মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে শহিদ মিনার, বাংলা বর্ণমালা ও আলপনাসহ গ্রাম বাংলার নানান ঐতিহ্য তুলে ধরা হয়।
এ সময় পুলিশ সুপার জনাব মোসাঃ সাদিরা খাতুন, নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ রবিউল ইসলাম, পৌর মেয়র জনাব আঞ্জুমান আরা সহ গণ্যমান্য অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Leave a Reply