চৌগাছা প্রতিনিধিঃ
যশোরের চৌগাছায় শনিবার ২৫ ফেব্রুয়ারী সম্মিলিত সাংস্কৃতিক জোট চৌগাছা শাখা,যশোর-এর দ্বী-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত।
সমাজ ও রাষ্ট্র কাঠামোর নানা স্তরের সাম্প্রদায়িক মৌলবাদী শক্তি মাথাচাড়া দিয়ে উঠছে। মুক্তিযুদ্ধবিরোধী শক্তি ধর্মের নামে মানুষে মানুষে বিভেদ তৈরি করছে বলে আশঙ্কা প্রকাশ করছেন সাংস্কৃতিক কর্মীরা।
প্রশাসনিক ও সামাজিক কাঠামোর অভ্যন্তরে ঘাপটি মেরে থাকা একাত্তরের পরাজিত শক্তির দোসররা যেকোনো সময় ছোবল মারতে পারে বলে সরকারকে সতর্কও করেছেন তারা।
সাংস্কৃতিক কর্মীরা বলছেন, রাজনৈতিক সংশ্লিষ্ট ছেড়ে তারা সমাজে ঘটে যাওয়া যেকোন অন্যায় অবিচার ও প্রতিকূলতার বিরুদ্ধে প্রতিবাদ জারি রাখবেন কথা, কবিতা, গানে। দেশের নানা প্রান্ত থেকে বিভিন্ন মাধ্যমের সাংস্কৃতিক কর্মীরা সাংস্কৃতিক কর্মীরা জানান আগামীতে কেমন মানবিক সমাজ দেখতে চান তারা।
সাংস্কৃতিক কর্মীরা আরো বলেন, আজকে মানবিক সমাজ প্রতিষ্ঠার যে আন্দোলন, সংগ্রাম তাতে সংস্কৃতিকর্মীরা কখন স্তব্ধ হয়না। সমাজে যত গ্লানি অন্যায় আমলাতন্ত্র সমাজের ঘাড়ে বসে আছে তার প্রতিবাদে সংস্কৃতিকর্মীদের কন্ঠ যেন সারা বাংলাদেশ শুনতে পায়।
চৌগাছা উপজেলা পরিষদ মিলনায়তনে বিকাল ৪ ঘটিকায় সম্মিলিত সাংস্কৃতিক জোটের দ্বি-বার্ষিক সম্মেলন এর উদ্বোধনী পর্বে তারা এসব কথা বলেন। সাংস্কৃতিক শক্তিতে জেগে ওঠো বাংলাদেশ "এই শিরোনামে এবার উপজেলাতে প্রথম দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হচ্ছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহি অফিসার ইরুফা সুলতানা। সম্মেলন উদ্বোধন করেন যশোর জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি সুকুমার দাস। প্রধান বক্তা জেলার সাধারণ সম্পাদক সানোয়ার আলম খান দুলু।
উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ও উপজেলার সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহবায়ক দেবাশীষ মিত্র জয়ের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগের অন্যতম সদস্য মমিনুর রহমান, চৌগাছা পৌরসভার কাউন্সিলর ও উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক ফোরামের সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান, সভাপতি আবু আহসান, সাংস্কৃতিক সম্পাদক আনন্দ মোহন, ডান্স বাংলা ডান্স সারেগামাপা সংগীত একাডেমী সাধারণ সম্পাদক বজলুর রহমান। উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যক্ষ বলাই চন্দ্র পাল,ছায়াপথের সভাপতি অধ্যক্ষ মোজাম্মেল হক, সাধারণ সম্পাদক অরূপ রায় উদীচী শিল্পীগোষ্ঠীর চৌগাছার সহ-সভাপতি ও সাহিত্য পরিষদের সভাপতি সহকারী অধ্যাপক শেখ মফিজুল ইসলাম, সহ-সভাপতি ও সরকারি কলেজের সাবেক অধ্যাপক আনন্দ মোহন, সাবেক সাধারণ সম্পাদক শওকত আলী সম্পাদক মন্ডলীর সদস্য ও মৃধাপাড়া মহিলা কলেজের প্রভাষক নাজমা আক্তার শিমু, প্রেসক্লাব চৌগাছার সাংগঠনিক সম্পাদক শ্যামল দত্ত, উদীয়মান সাধুসঙ্গের সহ-সভাপতি হারুন অর রশিদ, সাংগঠনিক সম্পাদক অধীর পাল, কিশোর সংগীত একাডেমির প্রতিনিধি মিজানুর রহমান, বাংলাদেশ যাত্রা উন্নয়ন শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক শ্যামল শিকদার, কাশেম বাউল একাডেমির প্রতিষ্ঠাতা ও সভাপতি আবুল কাশেম, ব্রোজ গোপাল সম্প্রদায়ের সভাপতি বিপুল বিশ্বাস, সপ্তক মিউজিক্যাল ব্র্যান্ডের সভাপতি রিপা রানি, সাধারণ সম্পাদক এস এম ফিরোজ, পূর্ণতা একাডেমির (চারুকলা) প্রতিষ্ঠাতা সুস্মিতা বিশ্বাস প্রমুখ।
সম্মেলনের মাধ্যমে ৩ বছরের জন্য নতুন কমিটির সভাপতি দেবাশীষ মিত্র জয় ও সাধারণ সম্পাদক আনিসুর রহমান। আগামী এক সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করার নির্দেশনা দেন জেলা কমিটির নেতৃবৃন্দ।