নিউজ ডেস্ক :
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগে ৬০ শতাংশ নারী ও ২০ শতাংশ পোষ্য কোটাপদ্ধতির প্রতিবাদে মানববন্ধন করেছেন চাকরিপ্রার্থীরা।
শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে ‘অধিকারবঞ্চিত বেকার সমাজ’ নামের একটি সংগঠনের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে শতাধিক চাকরিপ্রার্থী অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, ‘প্রাথমিক শিক্ষক নিয়োগে প্রতিবন্ধী ও অনগ্রসরদের জন্য কোটা সংরক্ষণ করে পোষ্য কোটাসহ সব ধরনের কোটা বাতিলের জন্য আমরা আদালতে রিট করেছিলাম।
২০২১ সালের মার্চ মাসে রিটটি করা হয়। এরপর ২০২১ সালের ডিসেম্বরে আদালত রুল জারি করেন। কিন্তু ১ বছর ৩ মাসেও রিটটির শুনানি হয়নি। আমরা চাই, দ্রুত এ রিটের শুনানি করে ৮০ শতাংশ কোটা বাতিল করা হোক।’
অধিকারবঞ্চিত বেকার সমাজের আহ্বায়ক মো. তারেক রহমান বলেন, এত দিনে প্রিলিমিনারি, ভাইভা শেষ হয়ে চূড়ান্ত নিয়োগও দিয়ে ফেলেছে বৈষম্যমূলক কোটা প্রয়োগ করে। আবার সামনে সাত হাজার শিক্ষক নিয়োগের আলোচনা চলছে। এ বিজ্ঞপ্তির আগে কোটা সমস্যার সমাধান না করলে বেকারদের প্রতি জুলুম করা হবে।
চাকরিপ্রার্থীরা আরও যেসব দাবি জানান, সেগুলো হলো—কোটা বাতিলের সরকারি পরিপত্র মেনে নিয়োগপ্রক্রিয়া সম্পন্ন করা হোক, নতুন কোটামুক্ত পরবর্তী নিয়োগ বিজ্ঞপ্তি দ্রুত প্রকাশ করা ও সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার মেরিট লিস্টের পাশাপাশি প্রাপ্ত নম্বর প্রকাশ করা।
Leave a Reply