মোঃ জুলহাস উদ্দিন হিরো, শেরপুর প্রতিনিধি,
“স্মার্ট লাইভস্টক, স্মার্ট বাংলাদেশ” এ স্লোগানকে সামনে রেখে শেরপুরের শ্রীবরদীতে প্রাণিসম্পদ প্রদর্শনী উদ্বোধন করা হয়েছে। উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল শ্রীবরদী’র আয়োজনে শনিবার (২৫ ফেব্রুয়ারী) সকালে ভেটেরিনারি হাসপাতাল চত্বরে প্রাণিসম্পদ প্রদর্শনী উদ্বোধন করা হয়।
এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ইফতেখার ইউনুস। উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. সারাহ তাসনুভা প্রীতি’র সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. উমর ফারুক। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম। তিনি বক্তব্য শেষে প্রাণিস্পদ প্রদর্শনীর শুভ উদ্বোধন ঘোষণা করেন।
অন্যানের মাঝে বক্তব্য রাখেন শ্রীবরদী উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক ছালাহ উদ্দিন ছালেম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ ছালেহ, কুড়িকাহনিয়া ইউপি চেয়ারম্যান ফিরোজ খান নুন। আলোচনা শেষে সফল খামারিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। প্রদর্শনীতে ৬টি ভিন্ন ভিন্ন ক্যাটাগরির ৪৫টি স্টল স্থান পায়।
Leave a Reply