নাটোর প্রতিনিধি:
বিএনপি-জামাতের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে এবং বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে নাটোরের সিংড়ায় যুবলীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
দেশব্যাপী কেন্দ্রীয় কমিটির কর্মসূচীর অংশ হিসাবে রবিবার বিকাল ৫ টায় উপজেলা যুবলীগের আয়োজনে বাসষ্ট্যান্ড এলাকায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা যুবলীগের নবনির্বাচিত সভাপতি সোহেল তালুকদারের সভাপতিত্বে ও নবনির্বাচিত সাধারন সম্পাদক আনিছুর রহমান লিখনের পরিচালনায় বক্তব্য দেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মোঃ আতিকুর রহমান, পৌর যুবলীগের সাধারন সম্পাদক পদ প্রার্থী রাজীব প্রাং, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক পদ প্রার্থী নাসিমুজ্জামান সজীব সহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, বিএনপি-জামাতের যে কোন নৈরাজ্য ঠেকাতে সিংড়া যুবলীগ ঐক্যবদ্ধ। আমরা বিএনপি-জামাতকে হুশিয়ার করে দিতে চাই আপনারা সাবধান হয়ে যান, শেখ হাসিনার উন্নয়নে বাধা হবেন না।
আমরা বঙ্গবন্ধুর সৈনিক, জননেত্রী শেখ হাসিনার সৈনিক, চলনবিলের কৃতি সন্তান পলকের ভ্যানগার্ড। আমরা রাজপথে ছিলাম আছি এবং থাকবো শান্তির সিংড়াকে যে কোন মুল্যে অশান্ত হতে দিবো না।