মোঃ মিলন মোল্লা, মানিকগঞ্জ প্রতিনিধিঃ
মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলার ইছামতি মডেল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী-২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
২৭ ফেব্রুয়ারি ২০২৩ (সোমবার) সকাল ৮ঃ৩০ মিনিটে ঝিটকা আনন্দ মোহন উচ্চ বিদ্যালয় মাঠে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী-২০২৩ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার জনাব মোঃ মাইনুল ইসলাম
অনুষ্ঠানের শুরুতে জাতীয় পতাকা উত্তোলন, পবিত্র কোরআন থেকে তেলাওয়াত, গীতা পাঠ ও মশাল দৌড়ের মধ্যদিয়ে অনুষ্ঠান শুরু করা হয়।
ক্রীড়া প্রতিযোগীতায় ব্যাঙ লাফ, সুই সুতা দৌড়, উল্টা দৌড়, এক পায়ে দৌড়, যেমন খুশি তেমন সাজো, ৫০,১০০,১৫০ ও ২০০ মিটার দৌড়, কবিতা আবৃতি, চকলেট দৌড় খেলা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানটি উদ্বোধন করেন বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি জনাব আব্দুর রহিম মোল্লা। বিদ্যালয়ের অধ্যক্ষ জনাব মোজাম্মেল হোসেন বাবর এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী উপজেলা শিক্ষা অফিসার জনাব বদর উদ্দিন , সহকারী উপজেলা শিক্ষা অফিসার জনাব মোঃ আঃ জব্বার, উপজেলা ভাইস চেয়ারম্যান জনাব মোঃ আজিম খাঁনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ।
ক্রীড়া প্রতিযোগিতার শেষে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।